হোম > ছাপা সংস্করণ

বিশ্ব শিশু দিবস পালন

ঠাকুরগাঁও প্রতিনিধি

আপডেট: ১১ অক্টোবর ২০২১, ১৫: ৫৫

‘শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার জাহাঙ্গির হোসেন, পৌর মেয়র আঞ্জুমান অধরা বন্যা, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলু প্রমুখ। বক্তারা বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। তারাই আগামী দিনে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেবে।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

সেকশন