ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদ প্রার্থী হাকিম উদ্দিন (৪৮) নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিখোঁজের বোন জামাই মুনসেফ আলী গতকাল বুধবার হরিপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, ইউপি সদস্য পদ-প্রার্থী (ফুটবল মার্কা) আব্দুল হাকিম গত মঙ্গলবার বিকেলে নির্বাচনী প্রচারণার জন্য বাড়ি থেকে বের হন। রাতে তিনি আর ফিরে আসেননি। এ ঘটনায় গতকাল বুধবার সকালে বোন জামাই মুনসেফ আলী হরিপুর থানায় একটি জিডি করেন।
এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জিডির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিখোঁজ আব্দুল হাকিমকে উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।