ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ও আকচা ইউনিয়নের শুক নদীর তীরে বুড়ির বাঁধ এলাকায় চলছে মাছ ধরার উৎসব। এই উৎসবে যোগ দিয়েছেন আশপাশের গ্রামসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ। গত সোমবার থেকে শুরু হয়েছে এই উৎসবের আনুষ্ঠানিকতা। চলবে আরও চার থেকে পাঁচ দিন।
গতকাল মঙ্গলবার বুড়ির বাঁধ এলাকায় গিয়ে দেখা যায়, সকাল থেকেই বুড়ির বাঁধ এলাকায় জড়ো হতে থাকের মানুষ। কারও কাঁধে পলো, আবার কারও হাতে ঠেলা জাল, বাদাই জাল, খেয়াজাল, টানা জালসহ মাছ ধরার নানান উপকরণ। তাদের বেশির ভাগই শৌখিন মাছ শিকারি। যাদের মাছ ধরার সরঞ্জাম নেই তারাও বসে নেই। খালি হাত দিয়েই কাঁদার মধ্যে মাছ খুঁজছেন। আর নদীর পাড়ে হাজারো মানুষ ভিড় জমিয়েছেন মাছ ধরা দেখতে। অনেকে মাছ না ধরলেও বন্ধু-বান্ধব ও স্বজনদের করতালি দিয়ে উৎসাহ দিচ্ছেন।
উৎসবে অংশ নিতে আসা জগন্নাথপুর ইউনিয়নের বিলপাড়া গ্রামের স্কুলপড়ুয়া ফজলে রাব্বি জানান, পলো দিয়ে মাছ ধরতে ভালো লাগে। স্কুল বন্ধ তাই বড়দের সঙ্গে মাছ ধরার উৎসবে যোগ দিয়েছি। বোয়াল, শোল, মৃগেল, কাতলাসহ বিভিন্ন মিঠাপানির মাছ পাওয়া গেছে বলে জানায় সে।
জেলা মৎস্য কর্মকর্তা খালিদুজ্জামান বলেন, ৫০ একর এলাকাজুড়ে সুক নদীর ওপর নির্মিত বুড়ির বাঁধ মৎস্য অভয়াশ্রম। প্রতিবছর নির্দিষ্ট সময়ে ছেড়ে দেওয়া হয় এই বাঁধের পানি। তখন জনসাধারণের জন্য মাছ ধরার অনুমতি দেওয়া হয়। এ বাঁধে দেশীয় প্রজাতির প্রচুর মাছ পাওয়া যায় বলে জানান তিনি।