শাহীন রহমান, পাবনা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দলিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সমস্যা ও সমাধানের জন্য বিভিন্ন অ্যাডভোকেসি নেটওয়ার্কের সঙ্গে গ্রাম উন্নয়ন কমিটির নেতা-কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার পীরগঞ্জ প্রেমদীপ প্রকল্প অফিসে বেসরকারি সংস্থা ইএসডিও প্রেমদীপ প্রকল্পের আয়োজনে হেকস্/ইপার এর সহযোগিতায় এ সভা করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিতদের বিভিন্ন অধিকার আদায়ের জন্য এবং বিভিন্ন সেবা প্রাপ্তিতে উপজেলা পর্যায়ের বিভিন্ন নেটওয়ার্কের ভূমিকা সম্পর্কে উপজেলা অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ফ্রান্সিস বাস্কে, সদস্য মো. শাজাহান আলী, পীরগঞ্জ ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত উন্নয়ন ফোরামের সভাপতি বিশু হাসদা, সহসভাপতি কাচেন্দ্র নাথ ঋষি, সদস্য বাহামনি মর্মু, পারগানা পরিষদের সভাপতি দাউদ সরেন, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানেজার মো. ওয়ালিউর রহমান, টেকনিক্যাল ম্যানেজার (টি ভেট ও ইয়ুথ ডেভেলপমেন্ট) মো. শাহীন, টেকনিক্যাল ম্যানেজার (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন) মুয়ীদ ইফতিয়াজ আলম ও ইকোনমিক ডেভেলপমেন্ট অফিসার মো. রওশন জালাল চৌধুরী সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন প্রমুখ।