ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে বিয়ের নামে এক যুবকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় ইউপি চেয়ারম্যান, কাজি ও সাংবাদিকসহ ৯ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার মামলার আসামিরা ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। পরে আদালত জামিন না মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই রায় দেন আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান।
এ বিষয়ে ঠাকুরগাঁও আদালত পরিদর্শক ওয়াহেদ আলী বলেন, ইউপি চেয়ারম্যানসহ ৯ আসামি সিআর মামলায় স্বেচ্ছায় আদালতে হাজির হলে তাঁদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান আদালত।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, নিকাহ্ রেজিস্ট্রার (কাজী) আব্দুল কাদের, স্থানীয় সাংবাদিক আবুল কালাম আজাদ, কথিত স্ত্রী রিতা আক্তার, বাবুল হোসেন, মুসলিম উদ্দিন আনসারুল হক, দারাসতুল্লাহ মুন্সি ও সারোয়ার হোসেন।
মামলা ও পুলিশের প্রতিবেদন থেকে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট সিংগিয়া গ্রামের মিজানুর রহমানের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের মসলিমউদ্দিনের দোকান ঘর ভাড়ার টাকা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে মিজানুরকে ফাঁসাতে রিতা আক্তারকে দিয়ে কথিত প্রেমের ফাঁদ তৈরি করেন মসলিম।
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় একই উপজেলার ছোট পলাশবাড়ী গ্রামের রিতাকে মিজানুরের বাড়িতে ঢুকিয়ে দিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেয় মসলিমের ভাড়াটে লোকজন। তবে এ সময় মিজান বাড়িতে ছিলেন না।
তিনি চাকরির জন্য পরীক্ষা দিতে ঢাকায় যান। বাড়িতে ফিরে মসলিমের ভাড়াটে লোকজনের রোষানলে পড়েন মিজানুর। একই বছরের ৯ মে বালিয়াডাঙ্গী উপজেলা শহরের চৌরাস্তায় পারিবারিক কাজে গেলে আসামিরা তাঁকে অপহরণ করে দওসুও ইউনিয়ন পরিষদে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে কাবিন নামায় সই করে নেন। এ কাজে সহযোগিতা করেন ইউপি চেয়ারম্যানসহ আসামিরা। এর আগে চক্রটি এলাকার জিল্লুর রহমানের ছেলে রুহুল আমিন প্লাবনের বাড়িতে রিতাকে ঢুকিয়ে দিয়ে জোরপূর্বক বিয়ে দেয় এবং মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।
আসামিদের আইনজীবী আজিজুর রহমান বলেন, এটি একটি সাজানো মামলা, তাঁরা ন্যায় বিচার থেকে বঞ্চিত।