ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার নতুন গড়েয়া বাজারে আগুনে দুইটি দোকান ও একটি গুদাম ঘর পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাজারের একটি কসমেটিকসের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় পাশে একটি গুদাম ঘরে আগুন লেগে গেলে সেটিও পুড়ে যায়।
গুদাম ঘরের মালিক মুক্তার হোসেন জানান, ওই গুদাম ঘরে বই, খাতা, কলমসহ বিভিন্ন পণ্য রাখা হয়েছিলে। যখন কোনো পণ্য প্রয়োজন হতো এখান থেকে দোকানে নিয়ে গিয়ে বিক্রি করা হতো। আগুন লাগার খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সরোয়ার হোসাইন আজকের পত্রিকাকে জানান, বাজারের শফিকুল ইসলামের কসমেটিকসের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির সম্ভাব্য পরিমাণ ২ লাখ থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত হতে পারে।