হোম > ছাপা সংস্করণ

বকেয়া পরিশোধের দাবিতে সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি

আপডেট: ১৯ নভেম্বর ২০২১, ১৬: ৪৬

ঠাকুরগাঁওয়ে আখের আবাদ নিয়ে আলোচনা সভা এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের গ্র্যাচুইটি বকেয়া পরিশোধের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁও চিনিকলের ট্রেনিং কমপ্লেক্সে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও সুগার মিলস অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী শ্রমিক কল্যাণ সমিতির আয়োজনে সমাবেশে সংগঠনের অন্যতম সদস্য মোতাহার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন ঠাচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাবেক সভাপতি মো. আব্দুল কুদ্দুস, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের উত্তীর্ণ কমিটির সভাপতি উজ্জল হোসেন, সাধারণ সম্পাদক এনাইত আলী, ঠাচিক আখচাষি সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ঠাচিক ল্যাবরেটরি বিভাগের অবসরপ্রাপ্ত ডিএম মাহমুদুর রহমান, ঠাচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহসাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান প্রমুখ।

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

সেকশন