হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ত্রাণকর্মীদের ওপর ইসরায়েলি সেনাদের হামলা ভুলবশত, নেতানিয়াহুর দাবি

অনলাইন ডেস্ক

গাজায় ত্রাণ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের কর্মীদের উপর হামলার ঘটনা ‘ভুলবশত ঘটেছে’ বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল মঙ্গলবার সাত ত্রাণ কর্মী নিহতের ঘটনায় ‘আন্তরিক দুঃখ’ প্রকাশ করে ইসরায়েলি সামরিক বাহিনী। এক ভিডিও বার্তায় যুদ্ধের মধ্যে এধরনের ঘটনা স্বাভাবিক বলে মন্তব্য করেন নেতানিয়াহু।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ত্রাণ কর্মীদের হত্যার ব্যাপক নিন্দার মধ্যে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্ররা ইসরায়েলের কাছে এ ঘটনার ব্যাখ্যা জানতে চেয়েছে। 

গাজায় ইসরায়েলের অবরোধ ও আগ্রাসনের প্রায় ছয়মাস হতে চলেছে। অঞ্চলটিতে বিপর্যয়কর মানবিক পরিস্থিতি কমিয়ে আনতে ইসরায়েলি সামরিক বাহিনীর ওপর ক্রমেই আন্তর্জাতিক চাপ বাড়ছে। এ ঘটনার পর আরও বেশি চাপের মুখে পড়তে পারে ইসরায়েল। 

গত সোমবার ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ত্রাণের গাড়িতে হামলায় নিহত সাত কর্মীরা হলেন—   যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিকসহ অস্ট্রেলিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য ও ফিলিস্তিনের নাগরিক। তারকা শেফ হোসে আন্দ্রেসের প্রতিষ্ঠিত ডব্লিউসিকে এর কর্মীরা সংস্থার লোগোযুক্ত গাড়িতে করে একটি বিচ্ছিন্ন অঞ্চল দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করা সত্ত্বেও দেইর আল বালাহর একটি গুদাম থেকে বের হওয়ার সময় দলটি এই হামলার শিকার হয়। 
 
এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘দুর্ভাগ্যবশত, গতকাল (১ এপ্রিল) একটি দুঃখজনক ঘটনা ঘটেছে, যেখানে আমাদের বাহিনী অনিচ্ছাকৃতভাবে গাজা উপত্যকায় বেসামরিকদের ক্ষতি করেছে। যুদ্ধে এমনই হয়। আমরা একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছি এবং সরকারের সঙ্গে যোগাযোগ করছি। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আমরা সবকিছু করব।’

ইসরায়েলি সামরিক বাহিনী এ ঘটনায় ‘একটি স্বাধীন, পেশাদার ও বিশেষজ্ঞ সংস্থার’ মাধ্যমে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে। 

গত অক্টোবর থেকে গাজায় অন্তত ১৯৬ জন মানবাধিকার কর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ ছাড়াও ইসরায়েলের বিরুদ্ধে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে হামলা চালানোর অভিযোগ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। 

গতকাল মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এক ফোনালাপে নেতানিয়াহুকে বলেন, ব্রিটেন এই মৃত্যুতে হতবাক হয়েছে। নিহতদের মধ্যে তিনজন ব্রিটিশ ছিলেন। ব্রিটেন এ ঘটনায় একটি পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ স্বাধীন তদন্তের দাবি করছে। 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, পৃথক এক ফোনালাপে নেতানিয়াহুর প্রতি ‘ক্ষোভ ও উদ্বেগ’ প্রকাশ করেছেন তিনি।

ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্র বলেছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ত্রাণকর্মীদের ওপার হামলা চালিয়েছে—এমন কোনো প্রমাণ নেই। তবে যুক্তরাষ্ট্র এ মৃত্যুতে ক্ষুব্ধ এবং গাজায় ত্রাণ কর্মীদের নিরাপত্তা দাবি করে। এমনকি ডব্লিউসিকে এর প্রতিষ্ঠাতা আন্দ্রেসকে ফোন করে সমবেদনাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মহানবীকে অবমাননার দায়ে ইরানে পপ গায়কের মৃত্যুদণ্ড

ভাইয়ের স্বপ্নপূরণে ডাক্তার হতে চায় ১০ বছরের আমর

লবণাক্ত পানি বিশুদ্ধকরণে শীর্ষে সৌদি আরব, বছরে পরিশোধন ৪২ লাখ ঘনমিটার

গাজা থেকে মুক্তি পেলেন যে ৩ ইসরায়েলি জিম্মি

ইসরায়েলি কারাগারের অন্ধকার ছেড়ে পরিবারের কাছে রাজনীতিবিদসহ ৯০ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজা: বিদেশে চিকিৎসা ছাড়া গতি নেই তাদের

১৫ মাস পর গাজাবাসীর ভয়হীন, আনন্দময় বিষাদের রাত

যুদ্ধবিরতি কার্যকর: ধ্বংসস্তূপে পরিণত নিজ গৃহে ফিরছে গাজাবাসী

৯০ ফিলিস্তিনির বিনিময়ে ৩ জিম্মিকে মুক্তি দিল হামাস

যুদ্ধবিরতির প্রতিবাদে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রীর পদত্যাগ

সেকশন