হোম > জাতীয়

হজ চিকিৎসক দলের ৯ জনের সৌদি যাত্রা স্থগিতই থাকল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সৌদি আরবে হজযাত্রীদের জন্য সমন্বিত হজ চিকিৎসক দলের ৯ জন নার্সের যাত্রার ওপর স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালতও। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা পৃথক আবেদনে আজ বুধবার চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

এর ফলে তাঁদের আর সমন্বিত হজ চিকিৎসক দলের সঙ্গে যাওয়ার সুযোগ নেই বলে জানান আইনজীবীরা।

পবিত্র হজ পালনে সৌদি আরবে যাওয়া বাংলাদেশিদের চিকিৎসাসেবা দিতে ধর্ম মন্ত্রণালয় সমন্বিত হজ চিকিৎসক দল গঠন করে গত ৯ এপ্রিল। ১৮৯ জনের এই বহরে ৫৫ জন নার্স ছিলেন। তবে তাঁদের মধ্যে তিনজন নার্স নন। আর কয়েকজনের বয়স বেশি। এ ছাড়া বিভিন্ন অনিয়ম করে একাধিকবার চিকিৎসক দলে সৌদি আরব যাওয়া ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে ১২ এপ্রিল দুদক চেয়ারম্যান, স্বাস্থ্য সচিব ও ধর্ম সচিব বরাবরে আবেদন করেন জামালপুরের ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স খাঁন মো. গোলাম মোরশেদ।

আবেদন নিষ্পত্তি না করায় গোলাম মোরশেদ ১৮ এপ্রিল সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেন। তাতে সাড়া না পেয়ে হাইকোর্টে রিট করেন তিনি। গত ২৮ এপ্রিল হাইকোর্ট রুল জারি করে ৯ জনের চিকিৎসক দলে সঙ্গে যাওয়ার বিষয়টি স্থগিত করেন।

পরে এর বিরুদ্ধে দুইজন নার্স ও রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী মো. সাখাওয়াত হোসাইন খান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ৯ জনের বাছাই হজ নীতিমালা অনুযায়ী হয়নি। তাঁদের মধ্যে ৬ জনের বয়স ৫৫ বছরের বেশি ও একাধিকবার গেছেন। আর তিনজন নার্সই নন। হাইকোর্ট ৯ জনের বিষয়ে স্থগিতাদেশ দিয়েছিলেন। চেম্বার আদালতেও তা বহাল রয়েছে। এখন আর তাঁদের যাওয়ার কোনো সুযোগ নেই।

যেভাবে ইতিহাস হলো আসাদের রক্তভেজা শার্ট

জুলাই–আগস্টের গণহত্যা: চিফ প্রসিকিউটরের সঙ্গে গোয়েন লুইসের বৈঠক

সোমবার সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

শাপলা-শাহবাগ ফেরত আনার চেষ্টা হচ্ছে: মাহফুজ আলম

অল দ্য প্রাইম মিনিস্টারস মেন: সাংবাদিকদের গ্রেপ্তারে ব্রিটিশ আইনজীবীর পরামর্শ নেয় হাসিনা সরকার

সাবেক মন্ত্রী নওফেল ও বিপুর স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

বাংলাদেশের প্রতিষ্ঠাতা কারা, তালিকা করতে কমিশন গঠন চেয়ে রিট

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে অপসারণে দুদকের তৎপরতা

ওপারের কেউ অবৈধভাবে এপারে আসতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

গবেষণায় শিক্ষক-কর্মচারীরা পাবেন আর্থিক সহায়তা, নীতিমালা জারি

সেকশন