নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পক্ষে পুলিশ সদস্যরা প্রশংসাসূচক বাক্য যুক্ত করে ফেসবুকে একই ধরনের পোস্ট শেয়ার করছেন। এসব পোস্টে লেখা রয়েছে, ‘আওয়ার আইকন আওয়ার প্রাইড’। বলা হচ্ছে, আইজিপি দেশমাতৃকার শ্রেষ্ঠ এক সন্তান। মাদক ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার রূপকার তিনি।
সোমবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে ফেসবুকে আইজিপির পক্ষে পুলিশ সদস্যরা পোস্ট দিতে শুরু করেন। পুলিশ সদস্যদের শেয়ার করা একটি পোস্টে লেখা হয়েছে, ‘ওয়ান অব আওয়ার গ্রেটেস্ট সন অব সয়েল’। তার নিচে লেখা, ‘দ্য কমান্ডার বিহাইন্ড সাসটেইনেবল সিকিউরিটি’। এ ছাড়া ছবিসহ একটি পোস্টে পুলিশের মহাপরিদর্শককে র্যাব মহাপরিচালকের পোশাকে দেখা যায়। কোনো একটি অভিযানের সময় তোলা ওই ছবির নিচে লেখা, ‘দ্য ম্যান বিহাইন্ড দ্য প্রোগ্রেস অব ড্রাগ, মিলিট্যান্সি অ্যান্ড এক্সট্রিমিজম ফ্রি বিলাভেড বাংলাদেশ’। এর সঙ্গে সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবরের অংশবিশেষ জুড়ে দেওয়া হয়েছে।
গত ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও রাজস্ব দপ্তর আলাদা বিবৃতিতে আইজিপি ও র্যাবের মহাপরিচালকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাত সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন-র্যাবের সাবেক মহাপরিচালক বর্তমান আইজিপি বেনজীর আহমেদ, র্যাবের বর্তমান মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) তোফায়েল মোস্তাফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. জাহাঙ্গীর আলম, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. আনোয়ার লতিফ খান ও র্যাব-৭–এর সাবেক অধিনায়ক মিফতাহ উদ্দীন আহমেদ।