হোম > মতামত

নার্ভাসনেস ‘জিরো’ মানসিকতায় হিরো

আলমগীর কবীর

নাহিদ রানা বোলিং ভালো করছে, ভালো করুক। সব সময় দোয়া করি, সুস্থ থাকুক। সাম্প্রতিক সময়ে সে শারীরিকভাবে উন্নতি করেছে। মানসিকভাবেও অনেক শক্তিশালী হয়েছে এখন। জাতীয় লিগ তো ভালো খেলতই, যেটা ঘরোয়া লিগ। জাতীয় দলে প্রথম যখন অভিষেক হলো, একটা ব্যাপার তো ছিলই। এখন সে নার্ভাসনেস কাটিয়ে উঠেছে। শুরুতে নার্ভাসনেস থাকবে স্বাভাবিক, কিন্তু এখন তার ভেতরে সেটা নেই।

এখন নার্ভাসনেস ‘জিরো’, তবে মানসিকতায় হিরো! শারীরিকভাবে অনেক শক্ত। বেশি ব্যবহার না করে প্রয়োজনীয় বিশ্রাম পেলে পরের ম্যাচে আরও সতেজ নাহিদ রানাকে পাওয়া যাবে। তাসকিন যেমন এখন অনেক শক্ত। বোলিং অ্যাকশন স্টিভ হার্মিসনের মতো হলেও তেমন কাউকে অনুসরণ করত না। আমিও বলতাম কাউকে অনুসরণ না করতে।

আমি রাজশাহীর ক্লেমন ক্রিকেট একাডেমিতে কাজ করার সময় ওকে পেয়েছি। বছর ছয়েক আগের কথা। সবাই বলতেন, চাঁপাইয়ের একটা ছেলে আছে। সে অনেক জোরে বোলিং করে। আমি বলতাম, তাই নাকি? ঠিক আছে। দেখব। একদিন আমরা টেপ টেনিসে ম্যাচ খেলছিলাম। তখন গ্রীষ্মকাল ছিল। আমরা কয়েক ভাগে ম্যাচ খেলছিলাম। একদিন অনেক ক্লান্ত, আর পারছিলাম না। একটা বোলার দরকার হয়ে পড়ল। তখন একজন বলল, এই ছেলেকে নেন। ও যখন বোলিং করে, তখন আমাদের একাডেমির মূল কিপার ছিল। সে ওর বল ধরতে পারেনি। তিনটা বল, তিনটাই মিস করেছে! সে বলে, স্যার, ওর বল তো দেখতেই পাচ্ছি না। কী জোরে বোলিং করে! আমি বললাম, আমাকে দাও। কিপিংয়ে যাই। আমিও তার দুইটা বল ধরতে পারিনি। তখন দেখলাম, ও তো ভালো জোরে বোলিং করে।

নাহিদ রানার শুরুর গুরু আলমগীর কবীর। ছবি: সংগৃহীত

রানাকে বললাম, তুই এদিকে আয়। তুই কি টেপ টেনিসে করিস, নাকি ক্রিকেট বলে? সে বলল, ক্রিকেট বলেও পারি। আমি বললাম, ঠিক আছে, কাল থেকে ক্রিকেট বলেও কাজ করবি আমার সঙ্গে। শুরুতে অনেক সমস্যা ছিল, সেগুলো ধীরে ধীরে উন্নতি করেছে।

পরশু যখন বোলিং করছিল, কিমার রোচকে যখন বোলিং করছিল, ৫টার জায়গায় ৬টা উইকেট হওয়া উচিত ছিল। বিশ্বাস করছিলাম যে হতে পারে। কিন্তু ক্রস সিমে কন্টিনিউ করছে, যেটা চাচ্ছে, হচ্ছিল না। রিভার্স বোলিং করলে হতে পারত। যখন তাকে কাছে পাব, চেষ্টা করব ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত কাজ করার।

লেখক: সাবেক পেসার নাহিদ রানার শুরুর গুরু

কতিপয় গোষ্ঠীর নিয়ন্ত্রণ থেকে অর্থনীতিকে মুক্ত করতে হবে

নির্বাচনী ব্যবস্থা সংস্কারে কমিশন কী সুপারিশ করল

সন্ত্রাসী!

‘ধর্মের কল বাতাসে নড়ে’

টানাপোড়েনের মধ্যে সংস্কার ও নির্বাচন

বার্ধক্য শুরু হয় পা দিয়ে

নির্বাচনবিষয়ক ভাবনা

টিউলিপ সিদ্দিকের পতন ঘটাতে বাংলাদেশি ও ব্রিটিশ রাজনীতির আঁতাত

নো ওয়ান কিলড তিন্নি!

শিক্ষার কোনো বিকল্প নেই

সেকশন