হোম > খেলা > ক্রিকেট

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ক্রীড়া ডেস্ক    

ঝোড়ো ফিফটি করেছেন খুশদিল শাহ। ছবি: সৌজন্য

পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই যেমন হওয়ার উচিত, ঠিক তেমনই হলো রংপুরের ইনিংস পর্যন্ত। আলিস আল ইসলাম-বিনুরা ফার্নান্দোদের দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে ৬৯ রানেই ৪ উইকেট হারিয়েছিল রংপুর। ধুঁকতে ধুঁকতে ১৪ ওভারে রান তুলতে পেরেছিল কেবল ৮৩ রান। কিন্তু ছন্দে থাকা খুশদিল শাহ বুঝিয়ে দিলেন রংপুর কেন এখন পর্যন্ত অপরাজিত।

পাকিস্তানি অলরাউন্ডারের ঝোড়ো ফিফটিতে শেষ ৩৬ বলে রংপুর তুলেছে ৮১ রান। স্কোরটাও তো মন্দ নয়—২০ ওভার শেষে ৭ উইকেটে ১৬৪ রান। জিততে চিটাগংয়ের লক্ষ্য ১৬৫।

নিজেদের মাঠ চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে টস জিতে রংপুরকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান চিটাগংয়ের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। স্বাগতিকদের আঁটসাঁট ব্যাটিংয়ে তৃতীয় ওভারেই দলীয় ৯ রানে ওপেনার তৌফিক খানের (৫) উইকেট হারায় রংপুর। দ্বিতীয় উইকেটে সাইফ হাসান ও স্টিভেন টেলরের ৫৪ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে ওঠে অতিথিরা। দলীয় ৬৩ রানে সাইফ (১৭) ফিরলে খেই হারায় তারা। তারপর টেলরও ফেরেন ৩২ রানে। সুবিধা করতে পারেননি ইফতিখার আহমেদও (৫)।

তবে ৭ ছক্কা ও ২ চারে খুশদিলের ২৮ বলে ৫৯ ও শেখে মেহেদী হাসানের ১২ বলে ১৭ রানের কল্যাণে ১৬৪ রান তোলে রংপুর। খুশদিল বলে-ব্যাটে এখন পর্যন্ত বিপিএলের সবচেয়ে ইম্প্যাক্ট ফুল ক্রিকেটারও। ৯ উইকেটের পাশাপাশি করেছেন ২৭৪ রান। চিটাগংয়ের বোলারদের মধ্যে মোহাম্মদ ওয়াসিম ও আলিস ২টি করে, বিনুরা ৪ ওভারে ১৪ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

ইনহেলার নিয়েও অদম্য জোকোভিচ

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

পাওনা টাকা পেয়েই জ্বলে উঠলেন তাসকিনরা

তামিমের প্রতি সম্মান দেখালেন সাব্বির

দক্ষিণ আফ্রিকা যেন হাসপাতাল, একসঙ্গে চোটে ৮ পেসার

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

অবশেষে সাকিবের ভিসা দিল ভারত

সেকশন