আজকের পত্রিকা
হোম > খেলা > ক্রিকেট

প্রথম ম্যাচ জিতলে সুপার এইট সম্ভব বাংলাদেশের

নাজমুল আবেদীন ফাহিম

প্রথম ম্যাচ জিতলে সুপার এইট সম্ভব বাংলাদেশের

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন হিউস্টনে। এই সিরিজের পরই শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান। দলের আপাতত লক্ষ্য বিশ্বকাপের প্রথম পর্ব পেরোনো। বাংলাদেশ আসলে কত দূর যেতে পারবে, সেটি বিশ্লেষণ করলেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম

তুলনামূলক বোলিংটা শক্তির জায়গা বলতে হবে বাংলাদেশ দলের, তাসকিন আহমেদকে ধরেই বলছি। তাসকিন একেবারে শুরুতে না খেললেও দ্রুতই ফিট হয়ে যাবে এবং দলের সঙ্গে যোগ দেবে। বোলিং যথেষ্ট ভারসাম্যপূর্ণ হয়েছে। পেস আক্রমণে তাসকিন দুর্দান্ত বোলিং করছে, মোস্তাফিজ ভালো একটা ফর্ম নিয়ে ফিরেছে। লেগ স্পিনার রিশাদ বড় ভূমিকা রাখতে পারে ম্যাচ জিততে। 

ব্যাটিংয়ে কিছু দুর্বলতা আছে আমরা সবাই জানি। শুরুটা (টপ অর্ডার) নিয়ে একটু সংশয় আছে। মিডল অর্ডার তুলনামূলকভাবে আগের বছরগুলোর তুলনামূলক আস্থাশীল। মিডল অর্ডারে কয়েকজন ব্যাটার আছে, যারা টি-টোয়েন্টি মানসিকতায় ব্যাটিং করার যোগ্যতা রাখে। শুধু মিডল অর্ডার দিয়ে তো হবে না, পুরো ব্যাটিং অর্ডার নিয়ে কিছুটা সংশয় আছে। 

এত ছোট সংস্করণের খেলা, একবার ভেঙে পড়লে আবার ফিরে আসার সময় থাকে না। শুরু যদি ভালো না হয়, সেই চাপটা মিডল অর্ডারকে বহন করতে হয়। টপ অর্ডার থেকে অন্তত একজনকে বড় ইনিংস খেলা, ওপর থেকে একটা ভালো জুটি হওয়া খুবই জরুরি। 

কত দূর যেতে পারবে, সেটা নির্ভর করবে প্রথম ম্যাচে কী করে সেটার ওপর। আমাদের প্রথম ম্যাচের ফল যদি ভালো হয় তাহলে সমূহ সম্ভাবনা থাকবে পরের রাউন্ডে যাওয়ার। প্রথম ম্যাচ যদি আমরা ভালো করতে না পারি, তাহলে সম্ভাবনা অনেকটাই কমে যাবে। 

বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু ৮ জুনশ্রীলঙ্কা শক্ত প্রতিপক্ষ, সম্প্রতি তারা আমাদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে এবং মানসিকভাবে মনে হয় আমাদের চেয়ে ভালো অবস্থায় আছে। জিম্বাবুয়ের সঙ্গে যে সিরিজটা খেলেছি, ওখান থেকে আমাদের অনেক মানসিক শক্তি অর্জন হয়েছে তা নয়। যদি মানসিকভাবে ঠিক থাকতে পারে ক্রিকেটাররা, চাপ সামলাতে পারে, জেতা সম্ভব হবে। যদি শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারে, তাহলে পরের ম্যাচগুলো তুলনামূলক সহজ হবে। দক্ষিণ আফ্রিকা কঠিন প্রতিপক্ষ, নেদারল্যান্ডস ও নেপাল আছে। 

শক্তি: বোলিং, দুর্বলতা: ব্যাটিং

মুলতানে কুপোকাত পাকিস্তান, বিপিএলে কী হবে

নিজেদের পাতা ফাঁদে এভাবে ধরা খেল পাকিস্তান

বিপিএলের পারিশ্রমিক-বিতর্ক নিয়ে ‘নিউজ’ করতে মানা করছেন আশরাফুল

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে তাসকিনকেই পছন্দ আশরাফুলের

সেই বিতর্কিত মালিককেই কাঁধে তুলে নাচলেন তাসকিনরা

‘ফেনোমেনন’ রোনালদোর পাশে এমবাপ্পে

আম্পায়ার সৈকত পাবেন রেকর্ড ২ লাখ টাকা

কেলেঙ্কারির মধ্যেই রংপুরকে আবারও হারাল রাজশাহী

সাকিবের রেকর্ডে ভাগ বসালেন তাসকিন

রাজশাহীর একাদশে বিদেশি নেই, কঠিন ব্যবস্থা নেবে বিসিবি