নাজমুল আবেদীন ফাহিম
তুলনামূলক বোলিংটা শক্তির জায়গা বলতে হবে বাংলাদেশ দলের, তাসকিন আহমেদকে ধরেই বলছি। তাসকিন একেবারে শুরুতে না খেললেও দ্রুতই ফিট হয়ে যাবে এবং দলের সঙ্গে যোগ দেবে। বোলিং যথেষ্ট ভারসাম্যপূর্ণ হয়েছে। পেস আক্রমণে তাসকিন দুর্দান্ত বোলিং করছে, মোস্তাফিজ ভালো একটা ফর্ম নিয়ে ফিরেছে। লেগ স্পিনার রিশাদ বড় ভূমিকা রাখতে পারে ম্যাচ জিততে।
ব্যাটিংয়ে কিছু দুর্বলতা আছে আমরা সবাই জানি। শুরুটা (টপ অর্ডার) নিয়ে একটু সংশয় আছে। মিডল অর্ডার তুলনামূলকভাবে আগের বছরগুলোর তুলনামূলক আস্থাশীল। মিডল অর্ডারে কয়েকজন ব্যাটার আছে, যারা টি-টোয়েন্টি মানসিকতায় ব্যাটিং করার যোগ্যতা রাখে। শুধু মিডল অর্ডার দিয়ে তো হবে না, পুরো ব্যাটিং অর্ডার নিয়ে কিছুটা সংশয় আছে।
এত ছোট সংস্করণের খেলা, একবার ভেঙে পড়লে আবার ফিরে আসার সময় থাকে না। শুরু যদি ভালো না হয়, সেই চাপটা মিডল অর্ডারকে বহন করতে হয়। টপ অর্ডার থেকে অন্তত একজনকে বড় ইনিংস খেলা, ওপর থেকে একটা ভালো জুটি হওয়া খুবই জরুরি।
কত দূর যেতে পারবে, সেটা নির্ভর করবে প্রথম ম্যাচে কী করে সেটার ওপর। আমাদের প্রথম ম্যাচের ফল যদি ভালো হয় তাহলে সমূহ সম্ভাবনা থাকবে পরের রাউন্ডে যাওয়ার। প্রথম ম্যাচ যদি আমরা ভালো করতে না পারি, তাহলে সম্ভাবনা অনেকটাই কমে যাবে।
শক্তি: বোলিং, দুর্বলতা: ব্যাটিং