হোম > খেলা > ফুটবল

এমএলএসের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক    

এমএলএসের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি। ছবি: ইন্টার মিয়ামি

‘বর্ষসেরা’ লিওনেল মেসির কাছে নতুন কিছু নয়। তবে যুক্তরাষ্ট্রে প্রথমবারই এই খ্যাতি অর্জন করলেন আর্জেন্টাইন মহাতারকা। ইন্টার মায়ামির হয়ে প্রথম পূর্ণ মৌসুমেই দারুণ পারফরম্যান্স করে মেজর লিগ সকারের (এমএলএস) মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ড জিতলেন মেসি।

কোপা আমেরিকায় চোটে পড়ে চলতি মৌসুমে ইন্টার মায়ামির হয়ে প্রায় দুই মাস খেলতে পারেননি মেসি। তারপরও ছাড়িয়ে গেছেন সবাইকে। এই মৌসুমে ১৯ ম্যাচে ২০ গোল করার পাশাপাশি সহায়তা করেছেন ১৬ গোলে। অর্থাৎ ৩৬ গোলে অবদান রেখেছেন মেসি। সুফল পেলেন বর্ষসেরা পুরস্কার হাতে তুলে।

এক বিবৃতিতে এমএলএস জানিয়েছে, এই পুরস্কারের দৌড়ে সবচেয়ে বেশি ৩৪.৪৩ শতাংশ ভোট পেয়েছেন মেসি। ৩৩.৭০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন কলাম্বাস ক্রুর ফরোয়ার্ড কুচো হার্নান্দেস। এদিকে ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এমএলএসের সেরা খেলোয়াড় হওয়ার কীর্তিও গড়লেন মেসি।

এই পুরস্কারকে ‘ল্যান্ডন ডোনাভ্যান এমএলএস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ বলা হয়। ২০১৫ সালে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির রেকর্ড স্কোরার এবং যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ফুটবলার ল্যান্ডন ডোনোভ্যানের নামানুসারে পুরস্কারটির নামকরণ করা হয় ‘ল্যান্ডন ডোনাভ্যান এমএলএস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার।’ খেলোয়াড়, সংবাদমাধ্যম কর্মী ও ক্লাবগুলোর ভোটে সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়। মেসির সৌজন্যে প্রথমবারের মতো মিয়ামি জয় করে সাপোর্টার্স শিল্ড। মেজর লিগ সকারে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডও গড়ে দলটি।

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

হামজার সঙ্গে ইংল্যান্ডে বাফুফে সভাপতির ডিনার

‘মেসির সঙ্গে ইয়ামালের তুলনা করাটা বোকামি’

সেকশন