ক্রীড়া ডেস্ক
উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি আগেই ঘোষণা দিয়েছিলেন, তাঁদের দেশের অলিম্পিকে পদক জয়ীদের পুরস্কার দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী পদক জয়ীদের বিলাসবহুল গাড়ি, বাড়ি ও মাসিক ভাতা দিচ্ছে উগান্ডা সরকার।
টোকিও অলিম্পিকে ২ সোনা, ১ রুপা ও ১ ব্রোঞ্জ মিলিয়ে মোট চারটি পদক জিতেছেন উগান্ডার অ্যাথলেটরা। সোনা, রুপা ও ব্রোঞ্জজয়ী তিন অ্যাথলেটের প্রতি মাসে যথাক্রমে ১৪১৬, ৮৪৮ ও ২৮৩ মার্কিন ডলার ভাতা দেওয়া হবে। তাই নয়, প্রত্যেকেই পাবেন একটি করে গাড়ি ও বাড়ি। সেই সঙ্গে তাঁদের বাবা-মায়েদের সরকারের পক্ষ থেকে বাড়ি নির্মাণ করে দেওয়ার ঘোষণা এসেছে।
জশুয়া চেপতেগেই পুরুষদের ৫ হাজার মিটারে জিতেছেন সোনা। সোনা ও রুপা জিতেছেন স্টিলা চেসাং আর পিরুথ চিমুতায় আর ব্রোঞ্জ জিতেছেন জ্যাকব কিপলিমো। তাদের এই অর্জনে উচ্ছ্বসিত প্রেসিডেন্ট মুসেভেনি। তিনি বলেছেন, বিজয়ী অ্যাথলেটকে উপহার হিসেবে একটি গাড়ি এবং নগদ অর্থ পুরস্কার দিতে চাই।
স্বর্ণপদক বিজয়ীর জন্য দুটি মিতসুবিশি আউটল্যান্ডারস আর রুপা জয়ীকে একটি ‘মিতসুবিশি এল ২০০’ দেওয়া হবে।