হোম > প্রযুক্তি

আইফোন-আইপ্যাডের যেসব মডেলে নেটফ্লিক্সের আপডেট বন্ধ

অনলাইন ডেস্ক

পুরোনো আইফোন ও আইপ্যাডের মডেলের জন্য অ্যাপ আপডেট বন্ধ করার ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। যেসব আইফোন ও আইফোনের মডেল আইওএস ১৬ সংস্করণে আটকে রয়েছে, সেগুলোর নেটফ্লিক্স অ্যাপে আর আপডেট দেওয়া হবে না। তবে এসব ডিভাইসে কনটেন্ট স্ট্রিমিং চালিয়ে যাবে বলে নিশ্চিত করছে কোম্পানিটি। নিয়মিত আপডেট না পেলে অ্যাপটিতে নিরাপত্তাজনিত ত্রুটি দেখা যেতে পারে বলে আশঙ্কা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে নেটফ্লিক্সের মুখপাত্র মোমো ঝো বলেন, ‘অত্যন্ত জরুরি না হলে এই সংস্করণের জন্য নতুন আপডেট আর দেওয়া হবে না।’ 

এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদমাধ্যম নাইনটুফাইভ ম্যাক বলেছে, কিছু আইওএস ১৬ ডিভাইসে ইতিমধ্যে একটি সতর্কতা দেখাচ্ছে নেটফ্লিক্স। সতর্কবার্তায় লেখা রয়েছে, ‘আমরা নেটফ্লিক্স আপডেট করেছি! সর্বশেষ সংস্করণ ব্যবহার করতে আইওএস ১৭ বা তার পরের সংস্করণ ইনস্টল করুন।’ 

এই পরিবর্তন শুধুমাত্র এমন ডিভাইসগুলোতে প্রভাব ফেলবে, যেগুলোতে আইওএস ১৭ আপডেট করা সম্ভব নয়। সেসব আইওএস ডিভাইস হলো—
• আইফোন এক্স
• আইফোন ৮ 
• আইফোন ৮ প্লাস
• আইপ্যাড প্রো (প্রথম প্রজন্ম) 
• আইপ্যাড ৫ (২০১৭) 

ফলে নেটফ্লিক্স ভবিষ্যতে এসব ডিভাইসে ভাইরাস এবং অন্যান্য নিরাপত্তাজনিত সমস্যার জন্য আপডেটের নিশ্চয়তা দিচ্ছে না। তবে গুরুতর ত্রুটির ক্ষেত্রে আপডেট দিতে পারে। 

তাই নেটফ্লিক্সের আপডেট পেতে ও অ্যাপটি নিরাপদভাবে ব্যবহার করার জন্য আপনার ডিভাইসে আইওএস ১৭ আপডেট দিতে হবে। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—

 ১. ফোনের সেটিংস থেকে জেনারেল সফটওয়্যার আপডেট অপশনে ট্যাপ করুন। 
২. আপনার ফোনে নতুন সংস্করণ আপডেট করা গেলে সেই আপডেট এখানে দেখা যাবে। 
৩. একাধিক আপডেট দেখা গেলে সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করুন ও ইনস্টল করুন। 

তবে আইওএস ১৬–এ আটকে থাকা নেটফ্লিক্স ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে এবং কনটেন্ট স্ট্রিম করতে পারবেন। এ ছাড়া অ্যাপ আর কাজ না করলে একটি ওয়েব ব্রাউজার ব্যবহার করেও স্ট্রিমিং করা সম্ভব। 

অ্যাপল আগামী ১৬ সেপ্টেম্বর আইওএস ১৮ আইওএস ডিভাইসের জন্য চালু করবে।

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হবে, তবু ‘বিক্রি নয়’

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

স্মার্টফোনে বিশেষ ছাড় দিয়েও চীনে শীর্ষস্থান হারাল অ্যাপল

কর্মদক্ষতার বিচারে ৩৬০০ কর্মী ছাঁটাই করছে মেটা

সেকশন