ফিচার ডেস্ক
ইদানীং হ্যাকিংয়ের সমস্যা প্রকট আকার ধারণ করেছে। অনলাইনে বিভিন্ন স্ক্যাম এমনভাবে ফাঁদ তৈরি করেছে যে সেগুলো থেকে রেহাই পাওয়া মুশকিল। ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বাড়লেও অনেকে হ্যাকারদের ফাঁদে পা দিচ্ছেন।
হ্যাকিং রোধে মোজিলা ফায়ারফক্স ওয়েব ব্রাউজার ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা দিয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসকিউ টিম। এই ব্রাউজার ব্যবহারের কারণে হ্যাকাররা কম্পিউটার থেকে তথ্য চুরি করতে পারে। ব্রাউজারটির পুরোনো সংস্করণগুলোতে ঝুঁকির মাত্রা বেশি। এগুলো ব্যবহার করলে হ্যাকাররা খুব সহজে ব্যবহারকারীকে ফাঁদে ফেলতে পারে ভুয়া ফাইল কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড করিয়ে।
এ ছাড়া আপনি নিজেই নিজের সিস্টেমকে ঝুঁকির মুখে ফেলতে পারেন। সে কারণে কম্পিউটার বা ল্যাপটপ সুরক্ষিত রাখতে ফায়ারফক্স ব্যবহারকারীদের এই সার্চ ইঞ্জিন অবশ্যই আপডেট করতে হবে।
হ্যাকাররা চাইলে যেকোনো সিস্টেমে বেশ কিছু ওয়েব ট্রান্সপোর্ট রিকোয়েস্ট পাঠিয়ে সিস্টেম হ্যাক করতে পারে। এতে কম্পিউটার আর কোনো কাজ করবে না। তাই দ্রুত ব্রাউজারটির পুরোনো সংস্করণ বদলে নতুন সংস্করণ ইনস্টল করতে হবে।
যেভাবে আপডেট করবেন
ফায়ারফক্স ওয়েব ব্রাউজার আপডেট করতে প্রথমে মেনু বক্স থেকে হেল্প অপশনে যেতে হবে। তারপর ক্লিক করতে হবে অ্যাবাউট ফায়ারফক্স অপশনে। সেখানে আপডেট ডাউনলোড
ও ইনস্টল করে নিতে হবে। আপডেট সম্পন্ন হলে একটি সবুজ চিহ্ন দেখা যাবে। এরপরই ব্রাউজারে কাজ করা যাবে অনেকটা কম ঝুঁকিতে।
সূত্র: টাইমস নাউ