হোম > প্রযুক্তি

বিশ্বে প্রথম মানব-রোবট ম্যারাথন হবে চীনে

অনলাইন ডেস্ক

এই ম্যারাথনে ‘টিয়ানগং’ নামের হিউম্যানয়েড রোবট অংশগ্রহণ করবে। ছবি: বেইজিং ডেইলি

বিশ্বের ইতিহাসে এক অভূতপূর্ব ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে চীন। চলতি বছরে এপ্রিল মাসে বেইজিংয়ের ডাশিং জেলায় অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বের প্রথম মানব ও রোবটের ম্যারাথন। এই অর্ধ-ম্যারাথনে (২১ কিমি) ১২ হাজার মানব দৌড়বিদের সঙ্গে প্রতিযোগিতা করবে একাধিক হিউম্যানয়েড রোবট। প্রতিযোগিতায় শীর্ষ তিন দৌড়বিদকে পুরস্কার দেওয়ার হবে এবং তা প্রযুক্তি ও ক্রীড়াজগতের মিশেলে এক অবিস্মরণীয় মুহূর্ত হতে যাচ্ছে।

বেইজিংয়ের ইকোনমিক-টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এরিয়ার (ই টাউন)-এর প্রশাসনিক কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যারাথনের জন্য রোবটগুলো ২০টিরও বেশি কোম্পানি তৈরি করেছে। তারা আরও বলেছে, প্রতিযোগিতায় অংশগ্রহণের একমাত্র শর্ত হলো—রোবটগুলোকে মানবসদৃশ হতে হবে এবং তাদের একটি দ্বিপদী যান্ত্রিক কাঠামো থাকতে হবে, যা হাঁটা বা দৌড়ানোর মতো কাজ সম্পাদন করতে পারে। তবে রোবটগুলো চলাফেরার জন্য হুইল ব্যবহার করা যাবে না।

এ ছাড়া রোবটগুলোর উচ্চতা দশমিক ৫ মিটার থেকে ২ মিটার (১ দশমিক ৬ ফুট থেকে ৬ দশমিক ৫ ফুট) মধ্যে হতে হবে এবং তাদের কোমরের জয়েন্ট থেকে পায়ের তলার সোল পর্যন্ত সর্বাধিক দৈর্ঘ্য কমপক্ষে দশমিক ৪৫ মিটার হতে হবে।

রিমোট-কন্ট্রোলড এবং পুরোপুরি স্বতন্ত্রভাবে পরিচালিত হিউম্যানয়েড রোবটগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতার মাঝপথে রোবটের ব্যাটারি পরিবর্তন করার ক্ষেত্রে স্বাধীনতা পাবে অপারেটররা।

চীনের সংবাদমাধ্যম দ্য ডেইলি সিপিইসি বলেছে, এই ম্যারাথনে ‘টিয়ানগং’ নামের হিউম্যানয়েড রোবট অংশগ্রহণ করবে, যা গড়ে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে দৌড়াতে সক্ষম। চীনের এমবডিড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটিকস ইনোভেশন সেন্টার রোবটটি তৈরি করেছে।

গত বছর বেইজিংয়ের ইয়িজুয়াং অর্ধ–ম্যারাথনে অংশগ্রহণ করেছি টিয়ানগং। এই ম্যারাথনে মানব প্রতিযোগীদের সঙ্গে শুরু এবং শেষ লাইনে দৌড়েছিল রোবটটি। তবে, এবারের এপ্রিল মাসের ইভেন্টে প্রথমবারের মতো হিউম্যানয়েড রোবটরা পুরো ম্যারাথনে অংশ নেবে।

এ উদ্যোগটি এমন একসময়ে শুরু হয়েছে যখন জনসংখ্যাগত চ্যালেঞ্জের মুখোমুখি চীন। দেশটিতে বৃদ্ধ বয়সের মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং শ্রমশক্তি সংকুচিত হচ্ছে। এ জন্য অটোমেশন এবং রোবটিকস খাতে ব্যাপক পরিমাণে বিনিয়োগ বাড়িয়েছে চীন।

রোবট প্রযুক্তিতে নিজেদের আত্মনির্ভরশীল করতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য হিউম্যানয়েড রোবটকে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেখে চীনের কমিউনিস্ট পার্টি। বিশেষ করে, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় এটি এগিয়ে রাখতে সাহায্য করবে বলে মনে করেন তারা।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবটিক্স অনুযায়ী, ২০২৩ সালে চীনের বিভিন্ন শিল্প, প্রতিষ্ঠান বা সংস্থা ২ লাখ ৭৬ হাজার ২৮৮টি রোবট ব্যবহার করছে, যা বিশ্বের মোট রোবটের ৫১ শতাংশ। আগামী আগস্ট মাসে আরও একটি ক্রীড়া ইভেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বেইজিং। এই ইভেন্টে ট্র্যাক অ্যান্ড ফিল্ড, ফুটবলের মতো অন্যান্য খেলা এবং দক্ষতাভিত্তিক চ্যালেঞ্জে প্রতিযোগিতা করবে হিউম্যানয়েড রোবটগুলো।

তথ্যসূত্র: এনডিটিভি

ট্রাম্পের পর এবার ক্রিপ্টো ব্যবসায় নামলেন মেলানিয়া

যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের টানতে টিকটকের মতো ফিচার নিয়ে এল ইনস্টাগ্রাম

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

সেকশন