স্বাভাবিক দৃষ্টিতে নাগোরোকে দক্ষিণ জাপানের দুর্গম ইয়া উপত্যকার সাধারণ, নিস্তরঙ্গ একটি গ্রামের মতোই মনে হবে। গাড়ি নিয়ে ছোট্ট গ্রামটির মাঝের আঁকাবাঁকা পথ ধরে যাওয়ার সময় চোখে পড়বে বয়স্ক ব্যক্তিরা বাগানের পরিচর্যা করছেন, বাসস্টপে শান্তভাবে দাঁড়িয়ে অপেক্ষায় আছে কোনো পরিবারের সদস্যরা। সবকিছু স্বাভাবিকই মনে হবে। তার পরই আপনার হয়তো খেয়াল হবে এসব ‘মানুষ’ আসলে মানুষ নন। এরা আসলে মানবাকৃতির কাকতাড়ুয়া। আরও মজার ব্যাপার, সংখ্যায় তারা গ্রামটির জনসংখ্যার দশ গুণ।
কাপড়ের তৈরি এই আজব কাঠামোগুলো বানানোর মূল কারিগর তসুকিমি আয়ানো। এই শখের হস্তশিল্পী জীবনের বড় একটি সময় ওসাকা শহরে কাটানোর পর ২০০২ সালে ফিরে আসেন গ্রামে। এখন তাঁর তৈরি তিন শতাধিক কাকতাড়ুয়া বা মানুষের আকারের পুতুল আছে গ্রামটিতে। দেশের তো বটেই, বিদেশি পর্যটকদের কাছেও পরিচিতি পেয়েছে আয়ানোর বানানো কাঠামোগুলো।
‘পৃথিবীর নানা প্রান্তের মানুষ আমাদের এই ছোট্ট গ্রামে আসবে কখনো ভাবিনি।’ বিদ্যালয়ের শ্রেণিকক্ষের আদলে তাঁর কাকতাড়ুয়া তৈরির ওয়ার্কশপে সাংবাদিককে বলেছিলেন আয়ানো।
স্বাভাবিক নিয়মেই সময় বদলেছে নাগোরোর। অন্য জাপানি গ্রামগুলোর মতোই বয়স্ক মানুষেরাই যেখানকার মূল বাসিন্দা। আয়ানোর শৈশবে তিন শতাধিক মানুষের বাস ছিল, এদের মধ্যে ছিল বাচ্চাকাচ্চাসহ অনেক পরিবার। বর্তমানে গ্রামটির জনসংখ্যা ২৯, এদের প্রায় সবার বয়স ৫০-এর বেশি। তরুণেরা পাড়ি জমিয়েছেন জাপানের বড় শহরগুলোতে উন্নত জীবনের আশায়।
অবশ্য এই কাকতাড়ুয়াগুলো তিনি এমনি এমনি বানাননি। এগুলো তিনি তৈরি করেন গ্রামটির একসময়কার বাসিন্দাদের প্রতিকৃতি হিসেবে। এভাবে তাঁদের স্মরণ করার পাশাপাশি চেয়েছিলেন ক্রমে ক্ষয়প্রাপ্ত গ্রামটিতে কিছুটা হলেও চাঞ্চল্য ফিরিয়ে আনতে।
এভাবে আরও নতুন নতুন মানুষ মারা গেলে তাঁদের মতো করে এবং গ্রামটি থেকে একে একে শহরে পাড়ি জমানো মানুষদের আদলে তৈরি করতে লাগলেন একটির পর একটি কাকতাড়ুয়া। ‘এই কাকতাড়ুয়াগুলো বানানোর আগে এটি ছিল একটি সাধারণ গ্রাম। কেউ সেই অর্থে এর কথা ভাবত না।’ বলেছিলেন আয়ানো।
মজার ঘটনা, বেশির ভাগ পুতুল বা কাকতাড়ুয়া বাইরে খোলামেলা জায়গায় থাকে বলে এগুলোর মেয়াদ তিন বছর। তারপর আবার নতুন করে তৈরি করতে হয়।
শেষ দুজন শিক্ষার্থী পাশ করে ফেলার পর গ্রামের একমাত্র বিদ্যালয়টি বছর কয়েক আগে বন্ধ হয়ে গেছে। তবে একসময়কার পরিত্যক্ত ওই দালান এখন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কাল্পনিক চরিত্রের সমন্বয়ে একটি অঘোষিত জাদুঘর। একটি শ্রেণিকক্ষে এক ডজনের মতো ‘শিক্ষার্থী’ চোখ বড় বড় করে তাকিয়ে আছে শিক্ষকের দিকে। অবশ্য কাকতাড়ুয়া তৈরিতে এখন গ্রামের অন্যদেরও সাহায্য নেন আয়োনো।
চাইলে গ্রামটিতে কাকতাড়ুয়া বানানোর প্রশিক্ষণও নিতে পারবেন। প্রতি মাসের চতুর্থ বুধবার বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেওয়া হয় এই প্রশিক্ষণ। তবে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বন্ধ থাকে এই কর্মশালা। আয়ানো মাটির নানা ধরনের সুন্দর ভাস্কর্যও তৈরি করেন। এগুলোও দেখতে পাবেন গ্রামটিতে গেলে।
অতএব জাপান ভ্রমণে কাকতাড়ুয়াদের গ্রামে একটি বার ঘুরে আসতেই পারেন, কী বলেন? তকুশিমার মাউন্ট তসারাগি যাওয়ার পথে বিখ্যাত ডাবল ভাইন ব্রিজের রাস্তা ধরে গেলেই পৌঁছে যাবেন সেখানে। গ্রাম পর্যন্ত বাস যায় সপ্তাহে কেবল একবার। কাজেই একটা গাড়ি ভাড়া করে নিয়ে যাওয়াই সুবিধাজনক।
সূত্র: সিএনএন, ম্যাড অর নোমাড ডট কম