মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন জাতীয় উদ্যানে গেলে দেখা পাবেন আশ্চর্য সুন্দর এক উষ্ণ প্রস্রবণের। নানা রঙের খেলা একে পর্যটকদের খুব প্রিয় এক গন্তব্যে পরিণত করেছে। কিন্তু কথা হলো, উষ্ণ প্রস্রবণটি এত রং পেল কোথা থেকে?
উষ্ণ প্রস্রবণটির নাম গ্র্যান্ড প্রিজম্যাটিক স্প্রিং। প্রিজম হলো এমন এক স্বচ্ছ বস্তু, যার মধ্য দিয়ে সাদা আলোকরশ্মি যাওয়ার সময় সাতটি রঙে বিভক্ত হয়ে যায়। বুঝতেই পারছেন উষ্ণ প্রস্রবণে এই নানা ধরনের রংই একে এমন নাম পাইয়ে দিয়েছে।
ঝরনাটির মাঝখানটা নীল, চারপাশ ঘিরে আছে লাল থেকে সবুজ নানা বর্ণের আংটি বা রিং। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, ঝরনাটি এমন আশ্চর্য চেহারা পাওয়ার কারণ বর্ণিল সব ব্যাকটেরিয়া ও অণুজীব। হ্রদটির উষ্ণ, খনিজসমৃদ্ধ জলে এরা প্রচুর পরিমাণে আছে। ঋতুভেদে এই রং ফিকে হয়, গাঢ় হয়। ওই সময় জলাধারটিতে কী ধরনের ব্যাকটেরিয়ার প্রাচুর্য থাকে, এটি একটা বড় ব্যাপার। আবার পানির তাপমাত্রার কারণে বিভিন্ন ধরনের রিংয়ের জন্ম হয় এতে।
উষ্ণ প্রস্রবণের কেন্দ্রে পানির যে বুদ্বুদ চোখে পড়ে, তা প্রচণ্ড উত্তপ্ত। এখানকার তাপমাত্রা ১৮৯ ডিগ্রি ফারেনহাইটের আশপাশে। চারপাশে পানির উষ্ণতা কিছুটা কম থাকে।
ঝরনার প্রতিটি রিং বা আংটিতে আলাদা আলাদা তাপমাত্রা থাকে, ভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সেখানে টিকে থাকে। আর এ কারণে নানা রং চোখে পড়ে পর্যটকদের।
উনিশ শতকের গোড়ার দিকে গ্র্যান্ড প্রিজম্যাটিক স্প্রিংয়ের কথা প্রথম শোনা যায় ইউরোপীয় অভিযাত্রীদের মুখ থেকে। ১৮৩৯ সালের দিকে মিডওয়ে গেইসার বেসিন অতিক্রম করা ফার সংগ্রহকারীরাও ফুটন্ত একটি হ্রদের গল্প বলেন।
অর্থাৎ তাপমাত্রার ওঠানামা, চারপাশের পরিবেশ আর সূর্যের আলোর খেলা—সবকিছু মিলিয়ে বাহারি রঙে সেজে ওঠে উষ্ণ প্রস্রবণটি। ঝরনার জলে সাত রঙের খেলা দেখে আপনার মনে হতে পারে কোনো তৈলচিত্র বাস্তবে মূর্ত হয়ে উঠেছে। এমনকি হঠাৎ দেখে একে এই পৃথিবীর নয়, ভিনগ্রহের কিংবা কল্পলোকের কিছু একটা মনে হলে দোষ দেওয়া যাবে না।
সূত্র: এটলাস অবসকিউরা, আনইউজুয়াল প্লেসেস, ডিসকভারিং মন্টানা ডট কম