অনলাইন ডেস্ক
প্রাণিকুলের কিছু অনন্য ও ব্যতিক্রমী বন্ধুত্বের কথা শুনলে আপনি অবাক হবেন। শুধু মানুষ নয়, পাখি এবং মাছ থেকে শুরু করে কুকুর ও ডলফিন পর্যন্ত প্রাণিজগতের নানা প্রজাতির মধ্যে বিভিন্ন সময় বন্ধুত্বের নজির দেখা গেছে। সম্প্রতি এমন ব্যতিক্রমী বন্ধুত্বের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি শিশু বানর বাঘের বাচ্চার সঙ্গে খুনসুটিতে মেতেছে। নানা আহ্লাদ আর দুষ্টুমিতে দারুণ সময় কাটাচ্ছে দুজন। খেলার সময় বানরটিকে তার খুদে বাঘ বন্ধুকে আলিঙ্গন করতে এবং খেলতে দেখা যায়। হিংস্র প্রাণী হিসেবে পরিচিত বাঘের ছোট্ট বাচ্চাটিও তার বানর বন্ধুর দুষ্টুমি উপভোগ করছিল বেশ।
এমন আদুরে মুহূর্তের ভিডিও নেটিজেনরা বেশ পছন্দ করেছে। বাঘ ও বানরের বাচ্চাদের মধ্যে সুন্দর বন্ধুত্ব মানুষের হৃদয় জয় করে নিয়েছে। অনেকেই ভিডিওটি বারবার দেখছে বলে জানায়।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘খুব মিষ্টি’। অপর একজন মন্তব্য করেছেন, ‘সুন্দর শিশুরা’। তৃতীয় একজন ভিডিওটিকে ‘অত্যন্ত মূল্যবান’ বলেছেন। আরেকজন মন্তব্য করেন, ‘আমি আমার হৃদয়ে সেই উষ্ণতা অনুভব করেছি’।
এর কয়েক দিন আগে একটি বাচ্চা বানরের বিড়ালের পিঠে চড়ার ভিডিও ভাইরাল হয়েছিল, যা আরেকটি ব্যতিক্রমী বন্ধুত্বের চিত্র। সেই ভিডিওটিও বেশ পছন্দ করেছিলেন অনেকে।