হোম > ল–র–ব–য–হ

৮০টি বাজ পাখির জন্য উড়োজাহাজের ৮০টি টিকিট কেনেন সৌদি যুবরাজ 

অনলাইন ডেস্ক

শৌখিন সব শখ পূরণে এলাহী কাণ্ড ঘটানোর জন্য পরিচিত সৌদি যুবরাজেরা। এবার এক যুবরাজের ইচ্ছা হলো তাঁর ৮০টি বাজ পাখির জন্য উড়োজাহাজে ৮০টি টিকিট কিনবেন। যেমন কথা তেমন কাজ, কিনে ফেললেন তাঁর পাখিদের জন্য ৮০টি টিকিট। 

তখন এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটে ২০১৭ সালে। সৌদি আরবের রাজপরিবারের এক সদস্য তাঁর বাজ পাখিদের জন্য উড়োজাহাজের প্রতিটি সিট বুক করে ফেলেন, যেন তাঁর পাখিরা আরামে ভ্রমণ করতে পারে। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটিতে দেখা যায়, বাজ পাখিগুলো বিমানে সুরক্ষিতভাবে বাঁধা অবস্থায় সিটে বসে আছে। তখন এক রেডিট ব্যবহারকারী লেনসু ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করে বলেন, ‘আমার ক্যাপ্টেন বন্ধু আমাকে এই ছবি পাঠিয়েছে। সৌদি প্রিন্স তাঁর ৮০টি বাজ পাখির জন্য উড়োজাহাজের ৮০টি টিকিট কিনেছেন।’

লাক্সারি ও লাইফস্টাইল-বিষয়ক সাময়িকী সিএন ট্রাভেলার জানায়, এই চর্চা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খুবই সাধারণ। মধ্যপ্রাচ্যে ‘ফেলকনরি’ নামের একটি খেলা আছে। এতে বাজ পাখি দিয়ে শিকার করা হয়। এই অঞ্চলে খেলাটির একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক মর্যাদা রয়েছে। এই ঐতিহ্য হাজার বছরের পুরোনো এবং এটি আরব ঐতিহ্য ও পরিচয়ের একটি অংশ। 

কাতার এয়ারওয়েজ ভ্রমণের সময় উড়োজাহাজে গ্রাহকপ্রতি সর্বোচ্চ ছয়টি বাজ পাখির অনুমতি দেয়। প্রতিবেদন অনুসারে, ইতিহাদ এয়ারওয়েজ-প্রধানের কেবিনেই বাজ পাখি রাখা যায়। সংযুক্ত আরব আমিরাতেও বাজ পাখি জাতীয় পাখি।

১২ ঘণ্টায় ১ হাজার পুরুষের সঙ্গে শয্যায় তরুণী, গড়লেন রেকর্ড

স্বপ্নে পাওয়া নম্বরে লটারি জিতলেন মার্কিন নারী

বিপৎসংকেত পেয়ে এক বাড়িতে হাজির হয়ে যা আবিষ্কার করলেন নিরাপত্তাকর্মীরা

৫ কিলোমিটারের গন্তব্যে ৩৮১৯৭ টাকা ভাড়া নিল উবার

এক ডিমের দাম ৩০ হাজার টাকা

একদিনে ১০১ পুরুষের সঙ্গে বিছানায় তরুণী, টার্গেট ১ হাজার

লাইব্রেরির দেয়ালে লুকানো ছিল ২০০ বছর পুরোনো শহরের প্রবেশদ্বার

এক জোড়া জুতার দাম ৩৩৫ কোটি টাকা!

বরের বয়স ১০০, কনের ১০২

দুর্গম দ্বীপটির জনসংখ্যা ২০, পাখি বাস করে ১০ লাখ

সেকশন