হোম > ল–র–ব–য–হ

অবসরে যা করতে পারেন মুরাদ হাসান

রাশেদ নিজাম

হারিয়েছেন প্রতিমন্ত্রীর পদ; এরপর একে একে উপজেলা থেকে শুরু করে সব কমিটির দলীয় পদও গেছে। কদিন আগেও সব ছিল। উপচে পড়ছিল সব; একেবারে ‘অম্বলহীন’ দুধে-ভাতে বলা যায় যাকে। অবশ্য অম্বল হলেও দুশ্চিন্তার কিছু ছিল না। লোকের সন্দেহের মুখে ছাই দিয়ে নিজের এটুকু চিকিৎসা অন্তত করতেই পারতেন। হায়, দুধ-ভাত গেল, অম্বলও গেল। 

এই যখন দশা, তখন বিদেশের মাটিতে একটু ‘রেস্ট’ করবেন বলে ছেড়েছিলেন দেশ। কিন্তু কানাডার মাটিতে পা রেখেও ঢুকতে পারেননি, আর সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে কাটিয়েছেন দীর্ঘ সময়। ঢাকা থেকে যাত্রা শুরু, শেষও হয়েছে ঢাকায়। মাঝে প্রায় ৬৪ ঘণ্টার বিস্তর অভিজ্ঞতা। এখন উত্তরায় এক স্বজনের বাসায় আছেন তিনি। এত দিন যে সুবিস্তৃত কপাল নিয়ে মনে মনে একটা গৌরব ছিল, তাকেও এখন বিশ্বাসঘাতক ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। কিন্তু এখানেই কি থেমে যাবেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান? অবসরে অনেক কিছুই করার আছে তাঁর। দেখা যাক কী কী করতে পারেন তিনি—

অনেকেই কম খরচে বিমান টিকিট করতে দীর্ঘ সময় ট্রানজিট নেন। যারা বিদেশে যাতায়াত করেন, এটা মোটামুটি পরিচিত বিষয়। কিছুটা বিরক্তিকরও। যেহেতু ডা. মুরাদ টরন্টো ও দুবাই বিমানবন্দরে দীর্ঘ সময় ছিলেন, তাই ‘কীভাবে ট্রানজিটে সময় কাটাবেন’ বইটি অনায়াসে লিখে ফেলতে পারেন। 

আমি যখন মন্ত্রী ছিলাম
বিভিন্ন পেশার মানুষ অবসরের পর সাধারণত এমন শিরোনামে আত্মজীবনী লেখেন। তাই নিজের স্বাস্থ্য ও তথ্য প্রতিমন্ত্রী থাকার সময়গুলো কাগজবন্দী করতে পারেন মুরাদ হাসান। বেস্ট সেলার না হলেও মানুষ পড়বে এটা নিশ্চিত। 

গান গাওয়ার ১০১ কৌশল
দায়িত্বে থাকার সময় বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতে দেখা গেছে তাঁকে। নিজের নাকি ব্যান্ডও ছিল। দেশের মিউজিক ইন্ডাস্ট্রির এই ক্রান্তিলগ্নে গান গাওয়ার ১০১ কৌশল বইটা নবিশ গায়ক-গায়িকাদের অনুপ্রেরণা জোগাবে। 

শাইন করবেন যেভাবে
মাথার টাক নিয়ে অস্বস্তিতে ভোগেন বেশির ভাগ মানুষ। কিন্তু চুল কমে যাওয়ার পর চকচকে টাক নিয়ে দাপটের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন জামালপুরের মানুষটি। তাই অনলাইনে-অফলাইনে ‘শাইন করবেন যেভাবে’ শীর্ষক আলোচনার মাধ্যমে দেশের বহু মানুষের উপকারে আসতে পারেন তিনি। 

ক্ষমতা, দেখা ও লেখা
ক্ষমতার স্বাদ আস্বাদন করতে সবাই পারে না। তিনি দেশের সর্বোচ্চ ফোরামে ছিলেন। সেখান থেকে পতিত হয়েছেন। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে, ‘ক্ষমতা: দেখা ও শেখা’ বিষয়ে বক্তৃতা করতে পারেন। টু-পাইস ইনকামও হবে। 

আমি মুরাদ বলছি
এটা একেবারে মোক্ষম। এ নামে যেকোনো কিছু নিয়েই মারমার কাটকাট লেগে যেতে পারে। সংসদ সদস্য হওয়ার পর মন্ত্রিত্ব ছাড়ার আগ পর্যন্ত যত জায়গায় বক্তব্য দিয়েছেন, সব একসঙ্গে করে ‘আমি মুরাদ বলছি’ বইখানা বাজারে আনতেই পারেন। সামনে বইমেলা; কাটতি নিয়ে টেনশন করতে হবে না। 

কীভাবে বিমানবন্দর থেকে বেরোবেন
দুবাই থেকে ফেরার দিন গণমাধ্যম এড়াতে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বেরিয়ে যান ডা. মুরাদ, যা চোখ খুলে দিয়েছে বিশ্বের তাবৎ সেলিব্রিটির। পাপারাজ্জিদের এড়াতে কত কিছুই না করেন হলিউড, বলিউডের নায়ক-নায়িকারা। ‘বিমানবন্দর থেকে বেরোনোর টোটকা’ মুখে হাসি ফোটাতে পারে সেলিব্রিটিদের। 

এসো মুখ খারাপ করি
প্রথমে এক ফেসবুক সাক্ষাৎকার, পরে অডিও ফাঁসে যা শোনা গেল...। খারাপ শব্দ ব্যবহারের পথিকৃৎ হিসেবে ‘এসো মুখ খারাপ করি’ বিষয়ে জুমে সেমিনার হতে পারে। বিশ্বের বাঘা বাঘা গালি বিশারদেরা অংশ নিবেন সেখানে। টিকিটের বিনিময়ে প্রাপ্তবয়স্করা সেখানে অংশ নিতে পারেন। 

সবচেয়ে আলোচিত কাজ। মহামারিতে ঘরবন্দী মানুষ নিশ্বাস নিতে ছুটতে চাইছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। পৌনে দুই বছর পর পর্যটন গন্তব্যগুলো খোলা শুরু হয়েছে। যেহেতু খবরে জানা গেছে, করোনাবিষয়ক নিয়মকানুন না মানায় কানাডায় ঢুকতে পারেননি মুরাদ হাসান। তাই মানুষের স্বার্থে, নিজের অভিজ্ঞতা থেকে এবং আরও খোঁজখবর নিয়ে করোনাকালে বিদেশে যেতে করণীয় বিষয়ে বিভিন্ন সংবাদপত্র ও অনলাইনে কলাম লিখতে পারেন তিনি। 

এই বহুমুখী প্রতিভাকে উপদেশ দেওয়াটা অবশ্য আমাদের মতো অকৃতিদের সাজে না। তবু বলা। কারণ, অনেক সময় ঘটনার আকস্মিকতায় প্রতিভারাও একটু ঘাবড়ে যান। তবে তা ক্ষণিকের সংকট। শেষ পর্যন্ত তিনিই বেছে নেবেন তাঁর অবসর যাপনের উৎকৃষ্ট উপায়টি, সেটি এমনকি এ তালিকায় না-ও থাকতে পারে।

১২ ঘণ্টায় ১ হাজার পুরুষের সঙ্গে শয্যায় তরুণী, গড়লেন রেকর্ড

স্বপ্নে পাওয়া নম্বরে লটারি জিতলেন মার্কিন নারী

বিপৎসংকেত পেয়ে এক বাড়িতে হাজির হয়ে যা আবিষ্কার করলেন নিরাপত্তাকর্মীরা

৫ কিলোমিটারের গন্তব্যে ৩৮১৯৭ টাকা ভাড়া নিল উবার

এক ডিমের দাম ৩০ হাজার টাকা

একদিনে ১০১ পুরুষের সঙ্গে বিছানায় তরুণী, টার্গেট ১ হাজার

লাইব্রেরির দেয়ালে লুকানো ছিল ২০০ বছর পুরোনো শহরের প্রবেশদ্বার

এক জোড়া জুতার দাম ৩৩৫ কোটি টাকা!

বরের বয়স ১০০, কনের ১০২

দুর্গম দ্বীপটির জনসংখ্যা ২০, পাখি বাস করে ১০ লাখ

সেকশন