অনলাইন ডেস্ক
ভারতে সুঠাম দেহ পেতে শরীরে জিঙ্কের পরিমাণ বাড়াতে ৩৯টি কয়েন ও ৩৭টি চুম্বক গিলে ফেলেছেন এক যুবক। দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকেরা তাঁর পেট থেকে কয়েন ও চুম্বকগুলো বের করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদন অনুসারে, ২৬ বছর বয়সী ওই যুবক প্রায় ২০ দিন ধরে পেটব্যথায় ভুগছিলেন ও বারবার বমি করছিলেন। তিনি কিছু খেতেও পারছিলেন না। যুবকের স্বজনেরা চিকিৎসককে জানান, তিনি দুই থেকে তিন সপ্তাহ ধরে কয়েন ও চুম্বক খাচ্ছিলেন।
চিকিৎসকেরা প্রথমে পেটের এক্স-রে করে সেখানে কয়েন ও চুম্বকের আকৃতির কিছু দেখতে পেয়ে সিটি স্ক্যান করেও অনেকগুলো কয়েন ও চুম্বক দেখতে পান। এগুলো তাঁর অন্ত্রে বাধা তৈরি করে রেখেছিল।
সিটি স্ক্যান দেখে চিকিৎসকেরা তাৎক্ষণিক তাঁর অস্ত্রোপচার করে কয়েনগুলো বের করার চেষ্টা করেন। অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা চুম্বক ও কয়েনগুলো দুটি ভিন্ন প্যাঁচে আটকে থাকতে দেখেন। চৌম্বক ধর্মের কারণে এ দুটি প্যাঁচ একত্রে জোড়া লেগেছিল।
যুবকের পেট থেকে এক, দুই ও পাঁচ টাকার ৩৯টি কয়েন এবং বিভিন্ন আকৃতির ৩৭টি চুম্বক বের করেন। সুঠাম দেহ পেতে সাহায্য করবে ভেবেই চুম্বক ও কয়েন গিলেছিলেন বলে জানান ওই যুবক।
কয়েনগুলোতে জিঙ্ক ছিল, যা বডি বিল্ডিংয়ে সহায়তা করে। তাঁর ধারণা ছিল, চুম্বক খেলে কয়েনগুলো ক্ষুদ্রান্ত্রেই থাকবে আর জিঙ্ক শোষণে সাহায্য করবে।
চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচারের পরই যুবককে ছাড়পত্র দেওয়া হয়। তবে তাঁদের দাবি, ওই যুবকের আগে মানসিক রোগ ছিল এবং তিনি এর জন্য অতীতে চিকিৎসাও নিয়েছেন।