হোম > শিল্প-সাহিত্য

চিত্র চেতনায় চব্বিশের গণ–অভ্যুত্থান, বিজয় দিবসে প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অভ্যুত্থানে সহিংসতার ক্ষত ও নতুন নাগরিক কল্পনা নিয়ে চিত্র প্রদর্শনী। ছবি: প্রতীকী

জুলাই গণ–অভ্যুত্থানের গণ–আন্দোলনের পরিবর্তনশীল উত্থানের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ‘রক্তিম প্রবাহে–চিত্র চেতনায় চব্বিশের গণ-অভ্যুত্থান’ প্রদর্শনী শুরু হতে যাচ্ছে বিজয় দিবসে।

এই প্রদর্শনীটি একটি নন–লিনিয়ার, রাইজোম্যাটিক যাত্রার মাধ্যমে শারীরিক অভিজ্ঞতার উন্মোচন ঘটাবে, যা পূর্ববর্তী শাসনব্যবস্থার অধীনে সৃষ্টি হওয়া পরিবেশ এবং জনগণের সংগ্রামের বিষয়গুলো বিশ্লেষণ করবে।

ফটোগ্রাফির মাধ্যমে প্রতিক্রিয়া পরিবর্তন, ব্যক্তিগত সাক্ষাৎকার এবং ৫ আগস্ট, ফ্যাসিবাদী নেতার পতনের দিনটি বিশেষভাবে আলোকিত হবে, যেখানে জনগণ একত্রিত হয়ে তাদের মুক্তচিন্তার অধিকার পুনরুদ্ধারের দাবি জানিয়েছিল।

প্রদর্শনীটি সহিংসতার ফলে সৃষ্ট স্থায়ী মানসিক ক্ষত এবং একটি নতুন নাগরিক কল্পনা তৈরি করার প্রচেষ্টাকে তুলে ধরবে, যা সমতা, ন্যায়বিচার এবং মানবিক সার্বভৌমত্বে ভিত্তি করে একটি ভবিষ্যতের চিত্র আঁকবে।

প্রদর্শনীটি ১৪ পূর্ব শেওড়াপাড়ায় অবস্থিত কাউন্টার ফটো গ্যালারিতে অনুষ্ঠিত হবে এবং ১৬ ও ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীর উদ্বোধন হবে ১৬ ডিসেম্বর দুপুর ১২টায়। প্রদর্শনীর সময়সীমা— দুপুর ১২টা থেকে রাত ৮টা।

এই প্রদর্শনীর কিউরেটর থাকছেন— ফয়সাল জামান, শিল্প গবেষক। প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন নাসের বিন খালেদ (নিটল), শাকিফুল ইসলাম, সৈয়দ সামিউল ইসলাম বিশাল, নওরিন আনসারি, নাজমুল হক সাগর, সুদীপ্ত পল, তামান্না মেহরুন, খাজা মঈনউদ্দিন এবং সৈয়দ মেহেদী হাসান।

প্রকাশিত হলো হিমালয় পাই এর নতুন বই ‘ডিটাচমেন্ট টু ডিপার্চার’

জাতীয় কবিতা উৎসব ১ ও ২ ফেব্রুয়ারি

বাংলা একাডেমির ফেলোশিপ-পুরস্কার পাচ্ছেন যাঁরা

বামিহাল সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৭ জন

ভেন্যু বরাদ্দ বাতিল, অনিশ্চয়তায় এবারের ফোক ফেস্ট

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

‘পঞ্চাশ বছর ধরে লিখছি, কিন্তু আমি ব্যর্থ’, স্বেচ্ছা অবসর জয় গোস্বামীর

‘এ পৃথিবী একবার পায় তারে’

শিল্পকলায় মুগ্ধতা ছড়ালেন দড়াবাজরা

ক্যানভাসে গোধূলির মুগ্ধতা বিক্রি হলো ১২ কোটি ডলারে

সেকশন