নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চকবাজার ও বাকলিয়া থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এ বদলির আদেশ দেওয়া হয় বলে জানা গেছে।
সিএমপির এক কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, বাকলিয়া থানার ওসি মো. রুহুল আমিনকে রংপুর পুলিশ রেঞ্জে ও চকবাজার থানার ওসি মো. আলমগীরকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।
জানা যায়, গত জানুয়ারিতে চকবাজার থানা থেকে বাকলিয়া থানায় ওসি পদে বদলি করা হয় রুহুল আমিনকে। অন্যদিকে গত এপ্রিলে চকবাজার থানা ওসি পদে পদায়ন করা হয় মোহাম্মদ আলমগীরকে। এর আগে তিনি নগর গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন।