হোম > সারা দেশ > চট্টগ্রাম

হেলে পড়া ভবন দুটি ভেঙে সিলগালা করছে সিডিএ, বাসিন্দাদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের মাতারবাড়ীতে মোগলটুলি খালে জলাবদ্ধতা প্রকল্পের কাজ করার সময় হেলে পড়া ভবন দুটির দেয়াল ভেঙে দিচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই ভবনগুলো নির্মাণের সময় নকশা মানা হয়নি বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। এদিকে এই দাবি মানতে নারাজ ক্ষতিগ্রস্ত ভবনের বাসিন্দারা। 

আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে ভবনের দেয়াল ভাঙা শুরু করলে তাঁরা প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তা না ভাঙার দাবি জানান। তবে প্রকল্পের কর্মকর্তারা তাঁদের জানান, ঝুঁকি কমাতেই ভবনের দেয়ালগুলো ভেঙে দেওয়া হচ্ছে। এখন ভবন দুটি সিলগালা করে দেওয়া হবে। 

ঘটনাস্থলে এসেছেন প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান। তিনি বলেন, ‘খালের ১৫ ফুট দূরে ঘর নির্মাণ করতে বলা হয়েছে। এর পরও খালের পাশে ঘর নির্মাণ করেছে, তাদের অপসারণ করতে সময় দেওয়া হয়। কিন্তু অপসারণের বদলে তাঁরা বর্ধিত করেছে। এ কারণে স্বাভাবিকভাবেই খালের কাজ শুরু করতেই ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরও যদি তাঁরা বৈধ কাগজপত্র দেখাতে পারে, তাহলে আমরা ক্ষতিপূরণ দেব।’ 

সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল ও প্রকল্প পরিচালক মো. শাহ আলীও বলেন, এই ভবনের কিছু অংশ খালের মধ্যে পড়েছে। বর্ধিত অংশ আগে উচ্ছেদ করা হয়েছিল। ভবনটি সিডিএর নকশা অনুযায়ী নির্মাণ করা হলে এভাবে হেলে পড়ার কথা না। প্রকল্পের কাজের জন্য সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছিল। প্রতিরোধ দেয়াল নির্মাণের জন্য খালের পাশে শিট পাইল দেওয়া হয়েছিল। 

এই দুটি ভবন ও কাঁচা ঘরে অন্তত ১০ পরিবারের ২৫-৩০ জনের বাস। তাঁদের অনেকেই ভবন ভাঙার সময় কান্নায় ভেঙে পড়েন। তাঁরা দাবি করেন, তিন প্রজন্ম ধরেই তাঁরা এখানে বসবাস করছেন। তাঁরাও উন্নয়ন চান, কিন্তু এভাবে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে নয়। এ সময় বাসিন্দারা ক্ষতিপূরণ দাবি করেন। 

তবে সিডিএর কর্মকর্তাদের কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে তারা স্ট্র্যান্ড রোডে অবরোধ করেন। 

এইচএসসির ফল জালিয়াতি: সাবেক সচিবসহ ৪ জনের নামে মামলা

চালের দাম আর বাড়বে না: খাদ্য উপদেষ্টা

পাহাড়ে ভুট্টার আড়ালে গাঁজা চাষ, ৫০ লাখ টাকার গাঁজা ধ্বংস

মাহুতের মমতায় বেড়ে উঠছে ‘বীর বাহাদুর’

ফেনীতে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

টেকনাফে পরিত্যক্ত নৌকায় মিলল জি–৩ রাইফেল–কিরিচ

মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতিকালে ১৯ রোহিঙ্গাকে উদ্ধার, গ্রেপ্তার ৩

রাউজানে ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক রাফির ওপর হামলার অভিযোগ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি: অস্ত্র হাতে থাকা ২ জন গ্রেপ্তার

সেকশন