নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের হাজারিগলিতে স্বর্ণের কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বর্ণ মেরামতের তিন কারিগর আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- রুবেল ধর (২৮), সাগর ধর (২৭) ও সেতু ধর (২৪)।
জানা যায়, কোতোয়ালী থানাধীন এলাকার মিতালী মার্কেটের তৃতীয় তলায় স্বর্ণের কারখানা ছিল। সেখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটলে স্বর্ণ মেরামত করা তিন কারিগর আহত হন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আহতরা সবাই ওই স্বর্ণ দোকানের কারিগর। দুর্ঘটনার পর তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, স্বর্ণের কাজ করার সময় হঠাৎ এই বিস্ফোরণ ঘটে। পরে আহতদের হাসপাতালে ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করানো হয়।