হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাবার খোঁজে নির্বাক তাকিয়ে ছেলে

জমির উদ্দিন, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের মুরাদপুর মোড়ের বামে মূল সড়কের পাশে নালা। খোলামেলা এই নালায় গতকাল বুধবার পানির স্রোতে তলিয়ে যায় সালেহ আহমদ (৫০)। তাঁর কলেজ পড়ুয়া ছেলে মো. মাহিম সকাল থেকে বাবার খোঁজে এসেছেন। তাঁর মুখে কোনো কথাই বের হচ্ছে না। শুধু নির্বাক হয়ে তাকিয়ে আছে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুই টিমের ১২ জন ডুবুরি উদ্ধার কাজ চালাচ্ছেন। সালেহ আহমেদের ভাইয়ের দোকানের পাঁচজন কর্মচারীও নালায় খোঁজ করছেন। বিকেল ৩টা পর্যন্তও তাঁর কোনো খোঁজ মেলেনি।

আজ সরেজমিনে গিয়ে দেখা যায়, বাবার অপেক্ষায় তলিয়ে যাওয়া স্থানে নির্বাক দাঁড়িয়ে আছেন ছেলে মাহিম। তাঁর বন্ধু ও চাচাতো ভাইয়েরাও তাঁর সঙ্গে। মাহিম চুপচাপ। নালার এক পাশ থেকে আরেক পাশ যাচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীদের জিজ্ঞেস করছে, বাবার খোঁজ কি মেলেছে? যখনই না সূচক উত্তর, তখন আবারও নির্বাক হয়ে যাচ্ছেন তিনি।

সালেহ আহমেদের এক ছেলে ও এক মেয়ে। ছেলে মাহিম পশ্চিম পটিয়া এ জে চৌধুরী ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়েন। ছোট মেয়ে জান্নাতুল মাওয়া মিতু ১০ম শ্রেণির ছাত্রী। সালেহ আহমদের বাড়ি পটিয়ার কুসুমপুর ইউনিয়নের মনসা এলাকায়।

সালেহ আহমদের ভাইপো রুবাইয়াত হাসান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তাঁর টাকায় লেখাপড়ার খরচ চলতো মাহিম ও মিতুর। এখন তাঁদের কি হবে?

অনেকক্ষণ পর মাহিম আজকের পত্রিকাকে কান্নাজড়িত কণ্ঠে বলেন, এগুলো নিয়ে আর কি বলব? তাঁদের (প্রশাসনের) কারণে আমার বাবাকে হারালাম। তাঁরা আমার বাবাকে এনে দিক?  

আগ্রাবাদ ফায়ার স্টেশনের স্টেশনের অফিসার শফিকুল ইসলাম বলেন, সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত খতিবের হাট, মুরাদপুরের আশেপাশের নালায় খোঁজ করা হয়েছে। ভেসে না ওঠা পর্যন্ত পাওয়া সম্ভব না। তারপরও আমরা উদ্ধার অভিযান চালাচ্ছি।

জানা যায়, সালেহ আহমেদ নগরের চকবাজার এলাকায় কাঁচাবাজার ব্যবসা করতেন। তাঁর বাসাও ওই এলাকায়। তিনি সেখানে ব্যাচেলর থাকতেন। তাঁর সঙ্গে ছেলে মাহিমও থাকতেন। বুধবার সকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডারি দরবার শরিফে যাওয়ার জন্য মুরাদপুরে এসেছিলেন। ওখান থেকে বাসে করে দরবার শরিফে যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল সাড়ে ১০টার দিকে নগরের মুরাদপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় পা পিছলে চশমা খালে পড়ে মুহূর্তের মধ্যে তলিয়ে যান সালেহ আহমেদ।

এর আগে ৩০ জুনও জলাবদ্ধতার সময় খালে পড়ে মৃত্যু হয় দুজনের। ওই দিন নগরের মেয়র গলি এলাকায় চশমা খালে পড়ে সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রীর মৃত্যু হয়।

আরও পড়ুন:

এইচএসসির ফল জালিয়াতি: সাবেক সচিবসহ ৪ জনের নামে মামলা

চালের দাম আর বাড়বে না: খাদ্য উপদেষ্টা

পাহাড়ে ভুট্টার আড়ালে গাঁজা চাষ, ৫০ লাখ টাকার গাঁজা ধ্বংস

মাহুতের মমতায় বেড়ে উঠছে ‘বীর বাহাদুর’

ফেনীতে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

টেকনাফে পরিত্যক্ত নৌকায় মিলল জি–৩ রাইফেল–কিরিচ

মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতিকালে ১৯ রোহিঙ্গাকে উদ্ধার, গ্রেপ্তার ৩

রাউজানে ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক রাফির ওপর হামলার অভিযোগ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি: অস্ত্র হাতে থাকা ২ জন গ্রেপ্তার

সেকশন