ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় মানসিক প্রতিবন্ধীর ছুরিকাঘাতে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল্লাহ (৪৫) গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার সন্ধ্যার দিকে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিক চিকিৎসা শেষে আহত এসআইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার পর মানসিক প্রতিবন্ধী সাইদুল ইসলাম ও তাঁর বাবা বজলু মিয়াকে আটক করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘৯৯৯-এ ফোন দিয়ে জানানো হয়, সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামে এক ছেলে তার মা-বাবাকে ঘরে আটকে রেখে আগুন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মা-বাবাকে উদ্ধার করে। এ সময় এসআই আতিকুল্লাহকে বুকের ডানপাশে ছুরিকাঘাত করা হয়।’
তিনি আরও বলেন, ‘আহত পুলিশ কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হামলাকারী সাইদুল ও তাঁর বাবা বজলু মিয়াকে আটক করা হয়েছে।’