প্রতিনিধি, ফেনী
করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার নির্দেশিত বিধিনিষেধ অমান্য করায় ফেনীতে ৩৪৬টি মামলায় ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা, মাস্ক না পরে বাইরে যাওয়া এবং অযথা বাইরে ঘোরাফেরা করার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারায় ৩৪৬টি মামলায় ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আজ সকাল থেকে রাত পর্যন্ত জেলার ৬টি উপজেলার বিভিন্ন এলাকায় ইউএনও, এসিল্যান্ড ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ১৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় সকলকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার বিষয়ে সতর্ক করা হয়।
জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান জানান, করোনাকালীন সময়ে প্রয়োজন ছাড়া যাতে কেউ বাইরে ঘোরাঘুরি না করে ও মাস্ক ছাড়া বের না হয় সে জন্য সতর্ক করতে জরিমানা আদায় করা হয়েছে।