হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বন্দর কর্মচারীসহ নিহত দুই

প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার ইনকনটেইনার ডিপো ও বন্দর থানার ইসহাক ডিপোর সামনে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বন্দর কর্মচারীসহ দুজন মারা গেছেন। গতকাল সোমবার রাত ১০টায় ও মঙ্গলবার সকাল ৮টায় এই দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন বন্দর কর্মচারী স্বপন কান্তি দাশ (৫৫) ও হিউম্যান হলার চালক মো. জোবায়ের (১৯)। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূরুল আলম আশেক জানান, মঙ্গলবার সকাল ৮টায় সাইকেলে করে বন্দরে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন স্বপন কান্তি দাশ। এ সময় বেসরকারি কন্টেইনার ডিপো ইসহাক ব্রাদার্সের সামনে অজ্ঞাত একটি ট্রাক তাঁকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে সকাল ৯টায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা দায়ের করেছে নিহতের পরিবার।

এ দিকে পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, সোমবার রাত ১০টার দিকে ইনকনটেইনার ডিপোর সামনে বেপরোয়া গতির একটি টেইলর বিপরীত দিক থেকে আসা একটি হিউম্যান হলারকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হিউম্যান হলার চালক মো. জোবায়ের (১৯) মারা যান। টেইলর চালকের বেপরোয়া গতি সঙ্গে হেডলাইট না জ্বালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। 

তিনি জানান, এ ঘটনায় টেইলরটি জব্দ করে এর হেলপার মো. আলাউদ্দিনকে (২৬) গ্রেপ্তার করা হলেও চালক মো. ইব্রাহিম (৩০) পালিয়ে যান। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করেছে।

এইচএসসির ফল জালিয়াতি: সাবেক সচিবসহ ৪ জনের নামে মামলা

চালের দাম আর বাড়বে না: খাদ্য উপদেষ্টা

পাহাড়ে ভুট্টার আড়ালে গাঁজা চাষ, ৫০ লাখ টাকার গাঁজা ধ্বংস

মাহুতের মমতায় বেড়ে উঠছে ‘বীর বাহাদুর’

ফেনীতে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

টেকনাফে পরিত্যক্ত নৌকায় মিলল জি–৩ রাইফেল–কিরিচ

মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতিকালে ১৯ রোহিঙ্গাকে উদ্ধার, গ্রেপ্তার ৩

রাউজানে ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক রাফির ওপর হামলার অভিযোগ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি: অস্ত্র হাতে থাকা ২ জন গ্রেপ্তার

সেকশন