নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। একই সময়ে ১ হাজার ৪৮টি নমুনা পরীক্ষা করে ২৬২ জনের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় জেলায় সংক্রমণ শনাক্তের হার ২৫ শতাংশ। আগের দিন ছিল ৩৪ শতাংশের বেশি।
আজ শনিবার জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে শহরের ১৯৭ ও বিভিন্ন উপজেলার ৬৫ জন। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে মিরসরাইয়ে, ১৮ জন। আগের দিন শুক্রবার ১ হাজার ২৩২ জনের নমুনা পরীক্ষা করে ৪২১ জনের পজিটিভ আসে। এদিন মৃত্যু হয় চারজনের।
বৃহস্পতিবার এ জেলায় ২ হাজার ৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৫২ জনের করোনা পজিটিভ আসে। আর মৃত্যু হয় পাঁচজনের।
চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৯ হাজার ৯৯৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের ৪৬ হাজার ৭৭৪ এবং অন্যান্য উপজেলার ১৩ হাজার ২৫৫ জন।
এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৭১১ জন। এর মধ্যে নগরের ৪৭৯ ও বিভিন্ন উপজেলার ২৩২ জন।