আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির আক্রমণের বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ নিয়ে হাতির আক্রমণের আতঙ্কে রাত কাটছে এলাকাবাসীর। শনিবার ভোর রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক এলাকায় এ ঘটনা ঘটিয়েছে একদল হাতি।
হাতির আক্রমণে এলাকার কাজী বাড়ির দিদারুল আলমের বাড়ি ও সেলিম হকের দোকানে ভাঙচুর চালায় হাতির পালটি। সেই সঙ্গে ঘরে রাখা ধানসহ বিভিন্ন আসবাবের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।
এ বিষয়ে আনোয়ারার ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, হাতিগুলোর বিষয়ে বন বিভাগ সরেজমিনে তদন্ত করে গেছে। হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বন বিভাগের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হবে।