হোম > সারা দেশ > চট্টগ্রাম

মুহূর্তে আগুনে পুড়ে ছাই প্লাস্টিক কারখানা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে প্লাস্টিক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে কারখানাটি। এতে সাড়ে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার বিকেল পাঁচটায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুদ্দিন মানিক বলেন, শিকলবাহা এলাকার আবু তাহেরের প্লাস্টিকের ববিং তৈরির কারখানা শাহিন এন্টারপ্রাইজে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। সবই প্লাস্টিক। তাই কয়েক ঘণ্টার মধ্যে সবই পুড়ে ছাই হয়ে যায়। এতে তাঁর প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। 

ইউপি সদস্য বলেন, এটি মূলত শিল্প এলাকা। এখানে অনেক কারখানা রয়েছে। তবে উপযুক্ত রাস্তা না থাকায় এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসও আসতে পারে না। চারদিকে শুধু স্থাপনা। ঘনবসতি এলাকায় কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে তুলেছে ঝুঁকিপূর্ণ প্লাস্টিকের ববিং তৈরির কারখানা। স্থানীয় প্রশাসনও তাদের কিছু বলে না। 

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা বলেন, ‘এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে আমাকে কেউ কিছুই জানায়নি। গ্রামের ভেতর ঝুঁকিপূর্ণ কারখানার বিষয়ে খোঁজ-খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল শিকদার গ্রেপ্তার

মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, দগ্ধ শিশুর মৃত্যু

চট্টগ্রাম থেকে পাইপে তেল নারায়ণগঞ্জে

সেকশন