হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে করোনায় সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১৪ জন মারা গেছেন। একই সময়ে ৭০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৪ শতাংশ। এর আগে ২৫ এপ্রিল সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়।

আজ রোববার জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। আগের শনাক্তের হার ছিল ৩২ শতাংশের বেশি। গত শুক্রবার ছিল ৩৭ শতাংশ। 

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮২ জনের করোনা পরীক্ষা করা হয়। এতে ৭০৯ জনের করোনা পজিটিভ আসে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে শহরের ৪১৬ এবং বিভিন্ন উপজেলার ২৯৩ জন। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে হাটহাজারীতে ৪৮ জন। গতকাল মিরসরাইয়ে ছিল ৩৬ জন। 

আগের দিন শনিবার ১ হাজার ৯০৭ জনের নমুনা পরীক্ষা করে ৬০৩ জনের পজিটিভ আসে। মারা যান তিনজন। শুক্রবার ২ হাজার ১০০ জনের করোনা পরীক্ষা করা হয়। এতে ৭৮৩ জনের করোনা পজিটিভ আসে। মারা যান ১০ জন। বৃহস্পতিবার ২ হাজার ১০৯ জনের নমুনা পরীক্ষা করে ৭১৩ জনের শনাক্ত হয়। এ সময় মারা যান ৯ জন। 

বুধবার ৬১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ সময় মারা যান চারজন। মঙ্গলবার এই জেলায় ১ হাজার ৮৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬৬২ জনের করোনা পজিটিভ আসে। আর মৃত্যু হয় ৯ জনের। 

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছেন ৬৫ হাজার ৮ জন। এর মধ্যে নগরের ৫০ হাজার ১৩৪ এবং অন্যান্য উপজেলার ১৪ হাজার ৮৭৪ জন।  

এ ছাড়া চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৭৭১ জন। এর মধ্যে নগরের ৪৯৭ এবং বিভিন্ন উপজেলার ২৭০ জন। 

চট্টগ্রামে সাবেক এমপি নদভী চার দিনের রিমান্ডে

কুমিল্লায় নাশকতার মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

এইচএসসির ফল জালিয়াতি: সাবেক সচিবসহ ৪ জনের নামে মামলা

চালের দাম আর বাড়বে না: খাদ্য উপদেষ্টা

পাহাড়ে ভুট্টার আড়ালে গাঁজা চাষ, ৫০ লাখ টাকার গাঁজা ধ্বংস

মাহুতের মমতায় বেড়ে উঠছে ‘বীর বাহাদুর’

ফেনীতে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

টেকনাফে পরিত্যক্ত নৌকায় মিলল জি–৩ রাইফেল–কিরিচ

মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতিকালে ১৯ রোহিঙ্গাকে উদ্ধার, গ্রেপ্তার ৩

রাউজানে ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক রাফির ওপর হামলার অভিযোগ

সেকশন