নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বন্দর নগরী চট্টগ্রামে তিন দিন ব্যাপী মোটর ফেস্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে ফেস্টের উদ্বোধন করেন দৈনিক পূর্বকোণ এর প্রকাশক জসিম উদ্দিন চৌধুরী।
উদ্বোধন শেষে তিনি বলেন, বর্তমান সময়ে গাড়ি একটি অত্যাবশ্যকীয় উপাদানে পরিণত হয়েছে। সময়ের প্রক্রিয়ায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়ছে, চট্টগ্রামেও এ ধারা অব্যাহত আছে। যারা এক ছাদের নিচ থেকে বিভিন্ন কোম্পানির গাড়ি দেখে কিনতে চান তাদের জন্য এ টেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, পাশাপাশি দেশের নামী-দামি সব গাড়ি বিক্রয়কারী প্রতিষ্ঠান এখানে তাদের গাড়ি প্রদর্শন করছেন, ক্রেতারা দেখেশুনে কিনতে পারবেন।
উইজার্ড শোবিজ এর আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আগ্রাবাদ শাখার ম্যানেজার জাহেদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের রিটেইল ব্যাংকিং ডিভিশনের হেড অব বিজনেস তাওফিকুল আলম চৌধুরী, জিইসি কনভেনশন সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর এবিএম শামীম উদ্দীন ও উইজার্ড শোবিজ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুজ্জামান রাসেল।
উইজার্ড শোবিজ এর প্রধান সিইও আরিফুজ্জামান রাসেল বলেন, ‘আমরা চট্টগ্রামে চতুর্থবারের মতো টেস্ট আয়োজন করেছি। আশা করছি বিগত বছর গুলোতে যেভাবে চট্টগ্রামের মানুষের সহযোগিতা পেয়েছি এবারও তাঁর ব্যতিক্রম হবে না।’
চতুর্থবারের মতো আয়োজিত টেস্ট এ মিতসুবিশি, হাভাল, হুনদাই, এমজি ও ডিএফএসকে, ফোর্ড কোম্পানির গাড়ি ছাড়াও জনপ্রিয় মোটরসাইকেল কোম্পানির বাইকও প্রদর্শনীতে রাখা হয়েছে।