নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে আরও দু'জনের মৃত্যু এবং নতুন ১৩৮ জন রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তের হার প্রায় ১২ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১১ শতাংশ। এর আগের দিন ছিল ১৭ শতাংশ।
আজ বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে চট্টগ্রামে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ১৯১ এবং মৃতের সংখ্যা ৫৯০ জন। ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৬ জনের নমুনা পরীক্ষা করে ১৩৮ জনের করোনা পজিটিভ আসে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন নগরের, আরেকজন উপজেলার। অন্যদিকে যাদের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে নগরের ১১৬ জন এবং নগরের বাইরে বিভিন্ন উপজেলার ৫২ জন।
এর আগে গত ১৯ মে চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু হয় এবং ১ হাজার ১৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১২৬ জনের করোনা পজিটিভ আসে। এছাড়া ১৮ মে করোনায় পাঁচজনের মৃত্যু হয় এবং ৪১৩ জনের করোনার নমুনা পরীক্ষা করে ৭০ জনকে শনাক্ত করা হয়।
উল্লেখ্য, গত বছরের ৩ এপ্রিল এই জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল প্রথম একজন রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা যান।