নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নগরের চান্দগাঁও থানার জান আলীর রেলস্টেশন এলাকায় ২৫৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এক একর জায়গা উদ্ধার করেছে রেল পূর্বাঞ্চলের ভূ-সম্পত্তি বিভাগ। আজ বুধবার দুপুর ১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম আজকের পত্রিকাকে জানান, জান আলীরহাট রেলস্টেশনের দুই পাশে অবৈধভাবে গড়ে উঠেছিল সেমিপাকা ও টিনশেড ঘর। এসব উচ্ছেদ করে এক দশমিক শূন্য ৩ একর জায়গা উদ্ধার করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা, রেলওয়ের তড়িৎ প্রকৌশল বিভাগ, পুলিশ ও জিআরপি পুলিশসহ ৬১ জন সদস্য।