হোম > সারা দেশ > চট্টগ্রাম

পথচারীদের বিরুদ্ধে অনেক কঠোর হব : জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিনা প্রয়োজনে ঘরের বাইরে গেলে পথচারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। আজ মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের বিফ্রিংকালে তিনি এসব কথা বলেন।

মমিনুর রহমান বলেন, ‘এবারই সবচেয়ে বেশি ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। জেলা প্রশাসনের ১৪ ম্যাজিস্ট্রেটের পাশাপাশি বিআরটিএর দুজন ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। তাঁদের সহযোগিতা করবেন সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অকারণে কেউ বের হলে কঠোর হতে তাঁদের নির্দেশ দিয়েছি।’

চট্টগ্রামের করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, শুধু মহানগরে নয়, গ্রামে-গঞ্জেও করোনা ভয়াবহ হয়ে উঠছে। চট্টগ্রামে করোনার চিকিৎসার জন্য যে আইসিইউর বেড রয়েছে, সেগুলো ১০-১২ দিন ধরে পরিপূর্ণ। অন্যান্য ইউনিটের বেডেও করোনা রোগী ভর্তি।

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে, লকডাউন আরও বাড়তে পারে জানিয়ে মমিনুর রহমান বলেন, ‘নগরবাসীর প্রতি বিনীত অনুরোধ, জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। জরুরি প্রয়োজনে যদি বের হতে হয়, তাহলে অবশ্যই মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে।’ 

ব্যাংকে যাওয়ার অজুহাতে মানুষ বের হচ্ছে জানিয়ে তিনি বলেন, 'কয়েক দিনের অভিজ্ঞতা হলো, ‘যাকেই ম্যাজিস্ট্রেট ধরছে, বলছে, ব্যাংকে যাচ্ছে। ব্যাংকে যাওয়ার অজুহাতে ঢাকার মতো চট্টগ্রামেও প্রচুর মানুষ বের হচ্ছে। এবার তাদের বিরুদ্ধে অনেক কঠোর হতে হবে। বেশি বেশি জরিমানা করব, প্রয়োজনে আটকও করব।' 

চট্টগ্রামে সাবেক এমপি নদভী চার দিনের রিমান্ডে

কুমিল্লায় নাশকতার মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

এইচএসসির ফল জালিয়াতি: সাবেক সচিবসহ ৪ জনের নামে মামলা

চালের দাম আর বাড়বে না: খাদ্য উপদেষ্টা

পাহাড়ে ভুট্টার আড়ালে গাঁজা চাষ, ৫০ লাখ টাকার গাঁজা ধ্বংস

মাহুতের মমতায় বেড়ে উঠছে ‘বীর বাহাদুর’

ফেনীতে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

টেকনাফে পরিত্যক্ত নৌকায় মিলল জি–৩ রাইফেল–কিরিচ

মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতিকালে ১৯ রোহিঙ্গাকে উদ্ধার, গ্রেপ্তার ৩

রাউজানে ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক রাফির ওপর হামলার অভিযোগ

সেকশন