হোম > অর্থনীতি > বিশ্ববাণিজ্য

২২ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল মিয়ানমারের জাহাজ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইল ছবি

মিয়ানমার থেকে আমদানি করা ২২ হাজার টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়েছে পানামা পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘এমভি গোল্ডেন স্টার’ নামের একটি জাহাজ। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানি করা চালের প্রথম চালান।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটে জাহাজটি চট্টগ্রাম বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়ে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে চালের এই জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছে।

এসব বিষয়টি নিশ্চিত করেছেন খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা। তিনি বলেন, ‘জি টু জির (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) ভিত্তিতে মিয়ানমার থেকে আমদানি করা ২২ হাজার টন আতপ চালের জাহাজটি গতকাল রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছাই। আজ দুপুর ১২টার দিকে জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়েছে। আশা করছি সন্ধ্যার দিকে চাল খালাস শুরু হবে। প্রতিদিন প্রায় ৩ হাজার টন চাল খালাস করা হবে। সবগুলো চাল খালাস করতে ৭-৮দিন সময় লাগতে পারে।’

১৪ জানুয়ারি মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দর থেকে এসব চাল লোড করে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হয় বলেন যোগ করেন জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা।

এর আগে, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা চালের দুটি চালান চট্টগ্রাম বন্দর দিয়ে দেশে আনা হয়। এর মধ্যে ২৭ হাজার টন সিদ্ধ চাল ১২ জানুয়ারি পানামা পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘এমভি এসডিআর ইউনিভার্স’ জাহাজটিতে আসে দ্বিতীয় চালান। গত ২৫ ডিসেম্বর প্রথম দফায় ভারত থেকে ২৪ হাজার ৬৯০ টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের বর্হি নোঙরে আসে ‘এমভি তানাইস ড্রিম’। এটি ছিল অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানি করা প্রথম চালের জাহাজ। জাহাজগুলোর চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে চাল খালাস শেষ হয়।

বিশ্ববাজারে বেড়েছে ডিজেলের দাম, রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার ফল

বিদেশিদের বাড়ি কেনার সুযোগ দিয়ে বিপাকে স্পেন, আসছে শতভাগ কর

একের পর এক দুর্ঘটনায় দিশেহারা বোয়িংকে ছাড়িয়ে গেল এয়ারবাস

দেশের প্রথম ‘অনলাইন বাণিজ্য মেলা’ শুরু করল রকমারি

মূল্যস্ফীতি, সুদের হার ও শুল্ক—২০২৫ সালে তিন চ্যালেঞ্জের মুখে বিশ্ব অর্থনীতি

চীনে আটকে থাকা ১৭৫ কোটি ডলারের তেল পুনরুদ্ধারে চাপ দিচ্ছে ইরান

ভোগ্যপণ্য ব্যবসা থেকে সরে যাচ্ছে আদানি, নজর অবকাঠামো খাতে

চীনে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন গরুর মাংসের দাম, তদন্তে নেমেছে সরকার

বাসমতী চালের জিআই পেতে বেদ–পুরান দেখাচ্ছে ভারত, ইইউতে মুখোমুখি দিল্লি–ইসলামাবাদ

বাংলাদেশে চীনা কমলা রপ্তানি, এক মাসেই ভুটানের আয় ২৪ লাখ ডলার

সেকশন