হোম > সারা দেশ > বরিশাল

ধর্ষণের অভিযোগে বাকেরগঞ্জ পৌর ছাত্রদল নেতার নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মো. রুহুল আমিন। ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে মো. রুহুল আমিন (৩৪) নামে এক ছাত্রদল নেতার নামে থানায় ধর্ষণ মামলা হয়েছে। তাঁর প্রতিবেশী (৩১) এক নারী গতকাল বুধবার রাতে মামলাটি দায়ের করেছেন।

রুহুল আমিন বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক এবং শহরের সাহেবগঞ্জ মাদ্রাসা রোড এলাকার মোতাহার হাওলাদারের ছেলে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্ষণ মামলায় অভিযুক্ত রুহুল আমিনকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

ভুক্তভোগী মামলার এজাহারে উল্লেখ করেন, ছাত্রদল নেতা রুহুল প্রতিবেশী হওয়ায় তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। ২০২৩ সালে বাদী বরিশাল ইউনিকেয়ার হেলথ অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে নার্সিং কোর্স করাকালীন শহরে ভাড়া বাসায় তাঁরা স্বামী–স্ত্রীর মতো থাকতেন। বাদী রুহুলের পরিবারকে বিয়ের জন্য চাপ দিলে বিভিন্ন অজুহাতে তাঁরা টালবাহানা করেন।

সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টায় রুহুল বাদীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের ১১ জুন থেকে চলতি বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত শারীরিক সম্পর্ক অব্যাহত রাখেন।

বাদী আরও অভিযোগ করেন, ১৪ জানুয়ারি রাতে রুহুল বাকেরগঞ্জ শহরে বাদীর মায়ের ভাড়া বাসায় রাত্রিযাপন করতে গেলে তিনি আবারও তাকে বিয়ের চাপ দেন। তখন রুহুল সম্পর্কের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। এমনকি বিয়ে ও কাবিন করার কথা বললে বাদীকে দেখে নেওয়ার হুমকি দিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন তবে অভিযোগ অস্বীকার করে রুহুল আমিন বলেন, অভিযোগকারী নারীকে তিনি চেনেন। তিনি তাঁর প্রতিবেশী। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

কারাগারে ছাত্রলীগ নেতার হাত ভেঙে দেওয়ার অভিযোগ

প্রতিষ্ঠাতা নিয়ে বিরোধ, বিদ্যালয়ে তালা

আধা কিমিতে ৪ ইটভাটায় নষ্ট কৃষিজমি, স্বাস্থ্যঝুঁকি

গুচ্ছে থাকছে না বরিশাল বিশ্ববিদ্যালয়

২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ সালের শুরুতে সংসদ নির্বাচন: ইসি মাছউদ

বরগুনায় হজ কাফেলা এজেন্সির বিরুদ্ধে ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

দশমিনায় মন্দিরে পূজা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ কৃষ্ণভক্তের মৃত্যু

বরিশালে নিখোঁজের ৩ দিন পর বাড়ির পাশের বাগানে মিলল এসএসসি পরীক্ষার্থীর মরদেহ

সাইফের ওপর হামলার সন্দেহভাজন সাজ্জাদকে ছেলে দাবি করলেন ঝালকাঠির রুহুল আমিন

৪ দিন আগে বিয়ে করেছেন, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

সেকশন