চুয়াডাঙ্গা ও জীবননগর প্রতিনিধি
চুয়াডাঙ্গার তাপমাত্রার কিছুটা উন্নতি হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল সারা দেশে সর্বনিম্ন। তবে আজ মঙ্গলবার তাপমাত্রা কিছুটা বেড়েছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
আজ ভোর ৬টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
তবে গতকাল সোমবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গত রোববার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
জীবননগরের বাঁকা গ্রামের ভ্যানচালক আব্দুর রহিম বলেন, সোমবার ঠান্ডা একটু বেশি ছিল। মূলত বাতাসের কারণে ঠান্ডা বেশি লাগছিল। আজ ঠান্ডা কিছুটা কমেছে।
একই এলাকার বাসিন্দা নিহা খাতুন বলেন, আজ গতকালের চেয়ে ঠান্ডা কিছুটা কম। এখন রোদের তেজ বেশি থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীত কমে যায়।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, আগামী ২৬ জানুয়ারি থেকে ফের তাপমাত্রা কমবে। তবে এই কয়েক দিন তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।