হোম > সারা দেশ > খুলনা

ছাত্রলীগ নেতার ভেবে জামায়াত নেতার মাছ লুট: বিএনপির দুজন বহিষ্কার

­যশোর প্রতিনিধি

মনিরামপুরে আলমসাধু ভর্তি মাছ লুট করে নিয়ে যাচ্ছে দুই ব্যক্তি। ছবি: সংগৃহীত।

যশোরের মনিরামপুরে ছাত্রলীগ নেতা লেখক ভট্টাচার্য্যের ভেবে জামায়াত নেতার ঘেরের মাছ লুটের ঘটনায় দুজনকে বহিষ্কার করেছে বিএনপি। আজ সোমবার জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বহিষ্কৃত ব্যক্তিরা হলেন উপজেলার নেহালপুর ইউনিয়ন বিএনপির সদস্য মাহাবুবুর রহমান ও ওয়ার্ড বিএনপির সদস্য রাজিব। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিরা কোনো ধরনের সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গত শনিবার জামায়াত নেতার আলমসাধুভর্তি মাছ লুট করে বিক্রির অভিযোগ উঠেছে বিএনপির ওই দুই কর্মীর বিরুদ্ধে। ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের ভেবে আলমসাধুভর্তি মাছ লুটের ঘটনা ঘটে। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

ঘটনার পর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান জানান, সিসিটিভির ফুটেজ দেখে মাহাবুব ও রাজিব নামের দুজনকে মাছ লুটের সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরে তাঁদের কাছ থেকে মাছ বিক্রির টাকা উদ্ধার করে মালিককে ফিরিয়ে দেওয়া হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

জানা যায়, বিষয়টি নিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, মাছ লুটের ঘটনার তথ্য পেয়েই নেহালপুর ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা তা উদ্ধারে সক্রিয় হন।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘দলের কঠোর নির্দেশনা রয়েছে, কেউ দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। উপজেলা বিএনপির সুপারিশে দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলের যে-ই হোক না কেন, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজ করলেই আমরা বহিষ্কার করছি।’

খুলনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবদল নেতার মৃত্যু, আটক ১

সুন্দরবন থেকে ২৫ কেজি হরিণের মাংস জব্দ

মাগুরায় শ্রমিকনেতার মরদেহ উদ্ধার

ফকিরহাটে ৫ তুলার গুদামে আগুন লেগে ২ কোটি টাকার ক্ষতি

মধুমেলার আগেই বাড়ছে ভিড়

বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক, আতঙ্ক

যশোরে ২৪ মামলার আসামি সন্ত্রাসী রাকিব গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড

১০ দিনের মাথায় ওএসডি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ছাত্রলীগ নেতা লেখকের ভেবে জামায়াত নেতার মাছ লুট

দৌলতপুরে বিএনপি নেতার বাড়িতে অভিযান, নগদ অর্থ ও ইয়াবা উদ্ধার

সেকশন