প্রতিনিধি, শার্শা (যশোর)
ভারতে পাচার হওয়া দুই তরুণীকে ৬ বছর পর বেনাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে সোপর্দ করে।
ফেরত আসা তরুণীরা হলেন, যশোরের অভয়নগর উপজেলার শহীদ বিশ্বাসের মেয়ে মরিয়ম খাতুন (২৫) ও সিরাজগঞ্জের দুর্গানগর উপজেলার উল্লাপাড়া গ্রামের বেল্লাল হোসেনের মেয়ে মৌসুমি খাতুন (২৬)।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবর রহমান জানান, ইমিগ্রেশনে কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে আইনি সহায়তা দিতে ওই কিশোরীদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করেছে।
কিশোরীদের গ্রহণকারী এনজিও সংস্থা 'জাস্টিস অ্যান্ড কেয়ারের' যশোর শাখার ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান, ভালো কাজের প্রলোভনে দালাল চক্রের খপ্পরে পড়ে ওই তরুণীরা ৬ বছর আগে ভারতে যায়। এ সময় পাচারকারীরা তাঁদের ভালো কাজের নাম করে বোম্বাই শহরে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করে। খবর পেয়ে ভারতীয় পুলিশ অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে। পরে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করে।
সেখান থেকে 'বোম্বাই রিমান্ড গায়ঘাট পাটনা' নামে একটি এনজিও সংস্থা তাঁদেরকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে। পরে রাষ্ট্রীয় প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটে তাঁদের দেশে ফেরত আনা হয়। ফেরত আসা তরুণীরা যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে ইচ্ছুক থাকে তবে আইনি সহায়তা করা হবে বলে জানান এই এনজিও প্রতিনিধি।