নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা কলেজের অনাবাসিক শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় নিয়ে আসার লক্ষ্যে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের অনাবাসিক শিক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে টিকার জন্য নিবন্ধন করতে বলা হয়েছে।
গতকাল শুক্রবার ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ টিকা দেওয়ার লক্ষ্যে কলেজের দ্বাদশ শ্রেণি (শিক্ষাবর্ষ ২০১৯-২০), স্নাতক ১ম বর্ষ (শিক্ষাবর্ষ ২০১৯-২০), স্নাতক ২য় বর্ষ (শিক্ষাবর্ষ ২০১৮-১৯), স্নাতক ৩য় বর্ষ (শিক্ষাবর্ষ ২০১৭-১৮), স্নাতক ৪র্থ বর্ষ (শিক্ষাবর্ষ ২০১৬-১৭), স্নাতক ৪র্থ বর্ষ (পুরাতন) (শিক্ষাবর্ষ ২০১৫-১৬) এবং মাস্টার্স শেষ পর্ব (শিক্ষাবর্ষ ২০১৭-১৮ এবং ২০১৮-১৯) ছাত্রদের আগামী ২৩ জুলাই থেকে ২৯ জুলাই তারিখের মধ্যে www.dhakacollege.eshiksabd.com এ শিক্ষার্থীদের ১৩ ডিজিটের ক্লাস রোল ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে৷
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের জন্মনিবন্ধন নম্বর (১৭ ডিজিট), স্নাতক এবং স্নাতকোত্তর ছাত্রদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর, ছাত্রদের মোবাইল নম্বর এবং যাদের জাতীয় পরিচয়পত্র নম্বর আছে তাদের জন্য জাতীয় পরিচয়পত্র নম্বর রেজিস্ট্রেশন ফরমে আপডেট বাধ্যতামূলক করা হয়েছে৷
টিকা সনদ ছাড়া কোন শিক্ষার্থী শ্রেণিকক্ষে অবস্থান করতে পারবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে প্রথম ধাপে গত ১২ জুলাই ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীদের ১৭ জুলাইয়ের মধ্যে নিবন্ধনের নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ।