হোম > শিক্ষা

নিয়মিত অনুশীলনের কোনো বিকল্প নেই

জুবায়ের আহম্মেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর বিবিএ ভর্তি পরীক্ষা অক্টোবরের ১১ তারিখ। বুঝতেই পারছ, হাতে সময় মাত্র এক মাস। তবে ইংরেজি ও গণিতে বেসিক ভালো থাকলে এবং সময়টুকু সঠিকভাবে কাজে লাগাতে পারলে আইবিএতে ভর্তির সুযোগ পাওয়ার জন্য এই এক মাসই যথেষ্ট। তাই তো তোমাদের জন্য কিছু পরামর্শ নিয়ে এলাম। চটজলদি দেখে নাও।

সময় ব্যবস্থাপনা 
আইবিএ ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সময় ব্যবস্থাপনা। পরীক্ষার প্রশ্নটি অনেকেই সল্ভ করতে পারবে, তবে চ্যালেঞ্জটা হচ্ছে দেড় ঘণ্টার মধ্যে সমাধান করা। ভুলে যেয়ো না, পাস করার জন্য প্রতিটি অংশে ন্যূনতম ৬০ শতাংশ মার্ক পেতে হবে। তার ওপর প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্কস কাটা যায়। বিগত বছরের প্রশ্নগুলো বারবার অনুশীলন করো, যাতে বুঝে ফেলতে পারো কোন অংশটি আগে উত্তর করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। কোন প্রশ্নে সময় বেশি লাগছে, সেটারও আইডিয়া পাবে। পরীক্ষার হলে সব সময় মাথা ঠান্ডা রাখবে, নার্ভাস হলে কিন্তু চলবে না।

ইংরেজির প্রস্তুতি
English সেকশনে Grammar এবং Vocabulary খুবই গুরুত্বপূর্ণ। Cliff's TOEFL-এর সব অনুশীলন শেষ করে ফেলো। এটা তোমাকে অনেক সাহায্য করবে। মুখস্থবিদ্যায় ভালো হলে Wordsmart-১ বইয়ের সব শব্দ মুখস্থ করে ফেলো। না পারলে বইয়ের পেছনে Hit Parade Listগুলো শিখে ফেলো। ইন্টারনেটের সাহায্য নিয়ে vocabulary.comসহ অনেক ওয়েবসাইটে প্রচুর Vocabulary পাবে, সেগুলোও শিখে নিতে পারো। Sentence Correction, Error Detection, Reading Comprehension, Synonyms ইত্যাদি টপিকের জন্য বিগত বছরের প্রশ্ন ও মেনটরসের বিবিএ গাইড সহায়তা করবে তোমাকে।

গণিতের প্রস্তুতি
গণিত অংশে Algebra, Arithmetic ও Geometrty থেকে প্রশ্ন আসে। এ অংশেই সাধারণত খুব কঠিন প্রশ্ন করা হয়ে থাকে। সুতরাং নিয়মিত অনুশীলনের কোনো বিকল্প নেই এখানে। Mentors`s Math Question Bank বইয়ের প্রতিটি অঙ্ক অনেকবার করে অনুশীলন করতে হবে, যাতে প্রশ্ন দেখেই প্যাটার্ন ধরে ফেলতে পারো। কঠিন ম্যাথগুলো দাগিয়ে রাখো এবং বারবার প্র্যাকটিস করো, যাতে বেসিক খুবই শক্ত হয়। তবে এরপরও প্রশ্ন কমন না আসতে পারে। এ ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখা এবং কমনসেন্স ব্যবহার করে উত্তর করা খুবই জরুরি।

অ্যানালিটিক্যাল অংশের প্রস্তুতি
অ্যানালিটিক্যাল অংশে Puzzle, Critical Reasoning ও Data Sufficiency থেকে প্রশ্ন করা হয়ে থাকে। এ অংশটির জন্য GRE Big Book সবচেয়ে গুরুত্বপূর্ণ। বইটিতে ৩৫০+ পাজল আছে। এগুলো থেকেই প্রতিবছর ঘুরেফিরে প্রশ্ন আসে আইবিএতে। প্রতিটি পাজল সমাধান করার সময় যেহেতু নেই, তুমি বিভিন্ন পাজল টাইপ থেকে ১০-১২টি করে অনুশীলন করতে পারো, যাতে প্রশ্নের ধরন সম্পর্কে ভালো আইডিয়া থাকে। তবে GRE Big Book-এর সবগুলো প্রশ্নই সমাধান করার পরামর্শ রইল। কারণ এ প্রশ্নগুলো একটু tricky হয়ে থাকে। Majortest.com, 10 minute school এসব ওয়েবসাইট থেকে প্র্যাকটিস টেস্ট অনুশীলন করলেও উপকার হবে। অ্যানালিটিক্যাল অংশটি তাড়াতাড়ি শেষ করতে পারলে গণিতের জন্য বেশি সময় পাবে। অতএব দ্রুত পাজল যারা করতে পারবে, তারা একটি গুরুত্বপূর্ণ অ্যাডভ্যান্টেজ পাবে ভর্তি পরীক্ষায়।

অনুলিখন: জুবায়ের আহম্মেদ

চবির ভর্তি আবেদন শেষ হচ্ছে ২০ জানুয়ারি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তুতি: ১ম পর্ব

ইম্পেরিয়াল কলেজ প্রেসিডেন্ট বৃত্তি

আইইএলটিএস লিসেনিং (পর্ব-৩.১)

প্রশ্নপত্র ছাপাতে যাতায়াত ও থাকার খরচই কোটি টাকা

পবিপ্রবির গবেষণার ফল বিশ্বব্যাপী ছড়িয়ে দেব

মাধবপুরের প্রাথমিক শিক্ষায় পরিবর্তনের হাওয়া

বিশ্বমঞ্চে বিইউপির তিন শিক্ষার্থীর সাফল্য

উষ্ণতার ছোঁয়ায় মানবিকতার জয়গান

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘সিএসই ফেস্ট’ অনুষ্ঠিত

সেকশন