নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক চতুর্থ বর্ষের সমন্বিত ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে কোনো গড়মিল দেখা দিলে তা সংশোধনের জন্য আগামী এক মাসের মধ্যে পরীক্ষার্থী সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে বরাবর আবেদন করা যাবে।
আজ মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের স্নাতক চতুর্থ বর্ষ পরীক্ষার ফল গত ১৭ নভেম্বর প্রকাশিত হয়েছে। যে সব পরীক্ষার্থী স্নাতক ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ এবং ৪র্থ বর্ষের সব বিষয়ে সব কোর্সে উত্তীর্ণ হয়েছে শুধুমাত্র সেসব পরীক্ষার্থী চার বছরের সমন্বিত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।