হোম > শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তুতি: ১ম পর্ব

সাব্বির হোসেন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

২০০৬ সালের ২৮ মে মাত্র ৭টি বিভাগ, ৩০০ শিক্ষার্থী ও ১৫ শিক্ষক নিয়ে যাত্রা শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। তবে সময়ের সঙ্গে সঙ্গে এ সংখ্যা বেড়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৬ হাজার ৯২৪ জন শিক্ষার্থী এবং ২৬৬ জন শিক্ষক রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীনে বিভাগ রয়েছে ১৯টি। এ বিশ্ববিদ্যালয়টিতে কেন ভর্তি হবেন ও কীভাবে প্রস্তুতি নেবেন, একনজরে জেনে নেওয়া যাক।

কুবিতে কেন পড়বেন

একাডেমিক উৎকর্ষতা: সমকালীন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একাডেমিক পরিবেশ, শিক্ষার মান এবং গবেষণার সুযোগ-সুবিধার দিক থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে। এখানে রয়েছে উচ্চশিক্ষার জন্য আধুনিক পাঠ্যক্রম ও গবেষণার সুযোগ।

উন্নত অবকাঠামো: ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নির্মাণাধীন নতুন ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য দৃষ্টিনন্দন পরিবেশ এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। এখানে শিক্ষার্থীদের জন্য তৈরি করা হচ্ছে ১০ তলাবিশিষ্ট আবাসিক ভবন।

ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ও যোগ্যতা

আসন সংখ্যা: ‘এ’ ইউনিটে ৩৫০টি; ‘বি’ ইউনিটে ৪৫০টি ও ‘সি’ ইউনিটে ২৪০টি।

ভর্তি প্রক্রিয়ার সূচি ও আবেদন পদ্ধতি

ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। আবেদনকারীদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন চলবে ২-২২

ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ও যোগ্যতা

আসন সংখ্যা: ‘এ’ ইউনিটে ৩৫০টি; ‘বি’ ইউনিটে ৪৫০টি ও ‘সি’ ইউনিটে ২৪০টি।

ভর্তি প্রক্রিয়ার সূচি ও আবেদন পদ্ধতি

ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। আবেদনকারীদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন চলবে ২-২২ ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা।

ভর্তি পরীক্ষার যোগ্যতা ও শর্তাবলি

যোগ্যতা: ২০২৩/২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ২০২০/২০২১/২০২২ সালের এসএসসি/দাখিল/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নিম্নবর্ণিত শর্তাবলি পূরণ সাপেক্ষে আবেদন করার সুযোগ পাবেন।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় নির্দিষ্ট জিপিএ অর্জন করতে হবে। প্রতিটি ইউনিটের জন্য আলাদা শর্তাবলি রয়েছে:

⬤ ‘এ’ ইউনিট (বিজ্ঞান শাখা): মোট জিপিএ: ৭.৫০, প্রতিটি পরীক্ষায় জিপিএ: ৩.৫০

⬤ ‘বি’ ইউনিট (মানবিক শাখা): মোট জিপিএ: ৬.৫০, প্রতিটি পরীক্ষায় জিপিএ: ৩.০০

⬤ ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা শাখা): মোট জিপিএ: ৬.৭৫, প্রতিটি পরীক্ষায় জিপিএ: ৩

ভর্তি পরীক্ষার সূচি

‘এ’ ইউনিটের পরীক্ষা ৩ মে সকাল ১০টা থেকে ১১টা ও একই দিন ‘বি’ ইউনিটের পরীক্ষা বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর ১৯ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

মানবণ্টন

‘এ’ ইউনিটে ইংরেজি ১৫, বাংলা ১০, পদার্থবিজ্ঞান ২৫, রসায়ন ২৫ এবং গণিত/জীববিজ্ঞান ২৫ নম্বর নির্ধারিত হয়। তবে গণিত, সিএসই এবং আইসিটি বিভাগে ভর্তির ক্ষেত্রে গণিত বিষয়ে উত্তর দেওয়া বাধ্যতামূলক। ‘বি’ ইউনিটে ইংরেজি ২৫, বাংলা ২৫, সাধারণ জ্ঞান ১০ এবং কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান/বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা বিষয়াবলির জন্য অতিরিক্ত ৪০ নম্বর নির্ধারিত হয়। ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ইংরেজি ২৫, বাংলা ২৫, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২৫ এবং হিসাববিজ্ঞান ২৫ নম্বর বরাদ্দ থাকে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ইংরেজি ২৫, বাংলা ২৫ এবং গণিত ৫০ নম্বর বরাদ্দ হয়, আর মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ইংরেজি ২৫, বাংলা ২৫ এবং সাধারণ জ্ঞান ৫০ নম্বর নির্ধারিত হয়।

ভর্তির ক্ষেত্রে লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বর বা গ্রেডের ভিত্তিতে মেধা স্কোর নির্ধারণ করা হয়। পাস নম্বরের ক্ষেত্রে ‘এ’ ও ‘বি’ ইউনিটে মোট ৪০ এবং ‘সি’ ইউনিটে ইংরেজিতে ন্যূনতম ১০ সহ মোট ৪০ নম্বর পেতে হবে।

[দ্বিতীয় পর্ব পরবর্তী সংখ্যা]

৮ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

চবির ভর্তি আবেদন শেষ হচ্ছে ২০ জানুয়ারি

ইম্পেরিয়াল কলেজ প্রেসিডেন্ট বৃত্তি

আইইএলটিএস লিসেনিং (পর্ব-৩.১)

প্রশ্নপত্র ছাপাতে যাতায়াত ও থাকার খরচই কোটি টাকা

পবিপ্রবির গবেষণার ফল বিশ্বব্যাপী ছড়িয়ে দেব

মাধবপুরের প্রাথমিক শিক্ষায় পরিবর্তনের হাওয়া

বিশ্বমঞ্চে বিইউপির তিন শিক্ষার্থীর সাফল্য

উষ্ণতার ছোঁয়ায় মানবিকতার জয়গান

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘সিএসই ফেস্ট’ অনুষ্ঠিত

সেকশন