হোম > বিনোদন > গান

সমীরের সুরে সুমনের সংগীতে গাইলেন শুভমিতা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নতুন গান সুর করেছেন বাংলাদেশের আলাউদ্দিন মাহমুদ সমীর। সুমন কল্যাণের সংগীত আয়োজনে গানটি গাইলেন পশ্চিমবঙ্গের শিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়। ‘তুমি দুঃখ দিয়ো এ মনে’ শিরোনামের গানটি লিখেছেন মাহমুদ মুরাদ।

এ প্রসঙ্গে এক ভিডিওবার্তায় শুভমিতা বলেন, ‘খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, আরও একটি বাংলা গান গাইলাম। গানটি গাইতে আমার খুব ভালো লেগেছে। গানটির সঙ্গে জড়িয়ে থাকা সব কলাকুশলী ও বাদ্যযন্ত্রীদের আমার আন্তরিক অভিনন্দন। খুব আনন্দ করে গানটি গেয়েছি। আশা করি, গানটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, বাংলা গানের সঙ্গে থাকবেন। এই কামনা করছি।’

সুরকার আলাউদ্দিন মাহমুদ সমীর বলেন, ‘সুমন কল্যাণের অনুরোধেই গানটির সুর করা। পুরো আয়োজন আসলে সুমনের। তিনিই পুরো সংগীতায়োজন করে শুভমিতার সঙ্গে যোগাযোগ করে পুরো গানটি করেছেন। সবার মিলিত প্রচেষ্টাতেই গানটি তৈরি সম্ভব হয়েছে।’

সংগীতায়োজক সুমন কল্যাণ বলেন, ‘গানটির সুর ও সংগীত করেছি বাংলাদেশেই। শিল্পী শুভমিতা কলকাতার স্টুডিও থেকে কণ্ঠ দিয়েছেন। আজ (গতকাল) গানের অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রগুলো বাজানো শেষ হলে মাস্টারিং শুরু করব। আমরা সাধ্যমতো চেষ্টা করেছি শ্রোতাদের একটি সুন্দর বাংলা গান উপহার দিতে। সবার ভালো লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’

আসছে দুর্গাপূজা উপলক্ষে গানটি কাঙাল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

সংগীত এক মহাসমুদ্র সেখানে আমরা কেবল সমুদ্রতীরে নুড়ি কুড়াচ্ছি

মোশাররফের কণ্ঠে সিনেমার গান

পল্লিকবি জসীমউদ্‌দীনের কবিতা থেকে ইমন চৌধুরীর গান

লাখো তরুণীর হৃদয় ভেঙে কাকে বিয়ে করলেন দর্শন

বড় আয়োজনে আসছে লিভিং রুম সেশন

নকীব খানের সংগীত জীবনের ৫০ বছর উদ্‌যাপন

প্রথম একক সংগীতসফর শুরু করছেন বিটিএসের জে-হোপ

পড়শীর বর কে এই নীলয়

পড়শী জানালেন, ১০ মাস আগেই বিয়ে হয়েছে তাঁর

যুক্তরাষ্ট্রপ্রবাসী নীলয়ের সঙ্গে পড়শীর বিয়ের গুঞ্জন

সেকশন